দেশের বাইরে কিছুদিন বা স্থায়ীভাবে গিয়ে নির্দিষ্ট সময়ের জন্য যাঁরা চাকরি করছেন, সেই ‘এক্সপ্যাট’-দের বেতন নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। সাধারণত দু’ থেকে পাঁচ বছর স্থায়ী হয় এই এক্সপ্যাটদের চুক্তি।
বিগেস্ট পে প্যাকেটস। যাঁরা দেশের বাইরে চাকরি করেন, সেই এক্সপ্যাটদের ক্ষেত্রে বার্ষিক গড় আয় কোন দেশে কেমন, এই নিয়েই একটি সমীক্ষা করা হয়েছিল। তাতেই উঠে এসেছে চমকপ্রদ সব তথ্য।
এইচএসবিসি এক্সপ্যাট সমীক্ষা বলছে, ৪৫ শতাংশ ব্যক্তির মত, একই কাজ দেশের বাইরে করলেই মাইনে বাড়ে। ২৮ শতাংশ জানিয়েছেন, প্রোমোশনের জন্য স্থান বদলের কথা। কোন দেশের এক্সপ্যাটদের ক্ষেত্রে বার্ষিক গড় আয় সবচেয়ে বেশি জানেন?
সুইৎজারল্যান্ডের ক্ষেত্রে এক্সপ্যাটদের বার্ষিক গড় আয় প্রায় দেড় কোটি টাকা।
আমেরিকার ক্ষেত্রে এক্সপ্যাটদের বার্ষিক গড় আয় প্রায় এক কোটি ৩৭ লক্ষ টাকা।
হংকংয়ের এক্সপ্যাটদের বার্ষিক গড় আয় প্রায় এক কোটি ৩৬ লক্ষ টাকা।
চিনে এক্সপ্যাটদের বার্ষিক গড় আয় প্রায় এক কোটি ২৮ লক্ষ টাকা।
সিঙ্গাপুরে এক্সপ্যাটদের বার্ষিক গড় আয় প্রায় এক কোটি ২০ লক্ষ টাকা।
সংযুক্ত আরব আমিরশাহির ক্ষেত্রে এক্সপ্যাটদের বার্ষিক গড় আয় প্রায় এক কোটি ১৫ লক্ষ টাকা।
ভারতের ক্ষেত্রে এক্সপ্যাটদের বার্ষিক গড় আয় প্রায় ৯৮ লক্ষ টাকা।
ইন্দোনেশিয়ার এক্সপ্যাটদের বার্ষিক গড় আয় প্রায় ৯৫ লক্ষ টাকা।
জাপানের এক্সপ্যাটদের বার্ষিক গড় আয় প্রায় ৯৪ লক্ষ টাকা।
অস্ট্রেলিয়ার এক্সপ্যাটদের বার্ষিক গড় আয় প্রায় ৯৩ লক্ষ টাকা।