বিজয় দিবসের অনুষ্ঠানে সস্ত্রীক ট্রাম্প। ছবি: এপি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৭৫তম বর্ষপূরণ উপলক্ষে শুক্রবার ব্রিটেন ও আমেরিকায় পালিত হয়েছে বিজয় দিবস। সেই উদ্যাপনেও এ বার উঠে এল করোনা-প্রসঙ্গ।
প্রতি বছরের মতো এ বারও ওয়াশিংটনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মার্কিন শহিদদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া সেই অনুষ্ঠানে উপস্থিত ৭ জন বর্ষীয়ান প্রাক্তন সেনাকে অভিবাদন জানান। ট্রাম্প বলেন, ‘‘করোনা সংক্রমণের জেরে কয়েক মাস ধরে আমাদের দেশ ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু যে ভাবে আমরা আগেও করে দেখিয়েছি, এই লড়াইয়েও আমেরিকা জয়ী
হবে।’’ দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ২০ লক্ষ মার্কিন সেনা যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে নিহত হন ১ লক্ষ ৮৬ হাজার। অন্য দিকে পূর্ব-ঘোষণা মতো, শুক্রবার রাত ৯টায় ব্রিটেনে সম্প্রচারিত হয় রানি দ্বিতীয় এলিজ়াবেথের ভাষণ। দেশবাসীর উদ্দেশে রানি বলেন, ‘‘শুরুতে সবই আবছা লাগে, গন্তব্য অনিশ্চত ও বহু দূরের মনে হয়। তবু আমরা ভরসা রেখেছি, বিশ্বাস হারাইনি। কারণ আমাদের উদ্দেশ্য সৎ ছিল।’’
আরও পড়ুন: ফের হোয়াইট হাউসে হানা করোনার, এ বার আক্রান্ত ইভাঙ্কার ব্যক্তিগত সচিব
প্রথম হিন্দু পাইলট হিসাবে পাক বায়ুসেনায় নির্বাচিত, নজির রাহুল দেবের
এই কঠিন সময়ে তাই দেশবাসীর জন্য তাঁর বার্তা, ‘‘হাল ছেড়ো না।’’ করোনা পরিস্থিতিতে ব্রিটেনে লকডাউনের মেয়াদ বাড়ায় অন্যান্য বছরের মতো শোভাযাত্রা বা পার্টির পরিকল্পনা বাতিল করতে হয়। তার পরিবর্তে বাড়িতেই চায়ের আসর জমানোয় উৎসাহ দেন রানি। তিনি বলেন, ‘‘আমাদের রাজপথ কিন্তু খালি নয়, সেগুলো ভালবাসা আর সহমর্মিতায় ভরা।’’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ১৯৮৫ সালে ৮ মে একই সময়ে রেডিয়োয় বক্তৃতা দিয়েছিলেন রানির বাবা রাজা ষষ্ঠ জর্জও। যুদ্ধে ব্রিটিশবাহিনীতে চালক হিসেবে যোগ দিয়েছিলেন রানিও।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)