প্রাবয়ো সুবিয়ান্তো। ছবি: রয়টার্স।
কথা ছিল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথির দায়িত্ব পালন করে পাকিস্তানে উড়ে যাবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবয়ো সুবিয়ান্তো। কিন্ত তাঁর এই সফরসূচিকে ঘিরে সাউথ ব্লকে তৈরি হয় ঘোর অসন্তোষ। কূটনৈতিক চ্যানেলে ইন্দোনেশিয়ার শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়, প্রজাতন্ত্র দিবসের মতো দেশের গৌরবময় একটি অনুষ্ঠান থেকে তিনি সরাসরি ইসলামাবাদে যাবেন, এটা মেনে নিতে পারছে না ভারত। অনুরোধ করা হয় এই পরিকল্পনা বাতিল করতে। কূটনৈতিক সূত্রের খবর, এখনও পর্যন্ত জানা গিয়েছে যে ভারতের অনুরোধ মেনে নিয়েছে ইন্দোনেশিয়া। সুবিয়ান্তো ভারত থেকে সরাসরি তাঁর দেশে ফিরবেন। তারপর সেখান থেকে পাকিস্তান যাবেন।
ভারতের ঘোষিত অবস্থানই হল, তাদের সঙ্গে পাকিস্তানের সফরকে যেন এক বন্ধনীতে না-রাখা হয়। দেরিতে হলেও ভারতের সেই অবস্থানকে মান্যতা দেওয়ার পথে হাঁটছে ইন্দোনেশিয়া।