স্যালাড খাবে না বলে পুলিশ ডাকল বালিকা। ছবি: শাটারস্টক।
রাতের খাবার পছন্দ না হলে আপনি কী করেন? মায়ের হাতের রান্নায় নুন বা ঝাল বেশি হলেই বা কী করেন? ঝগড়া করেন, বিরক্তি প্রকাশ করেন। বড়জোর ‘আর খাবো না’ বলে চেয়ার-টেবিল, থালা-বাটির সঙ্গে সম্পর্ক চুকিয়ে সটান শোওয়ার ঘরে গিয়ে ঘাঁটি গাড়েন। তা হলে তো বলতেই হয় আপনি তেমন কিছুই করেন না। খাবার পছন্দ না হওয়ায় এই মেয়ে কী কাণ্ড ঘটিয়ে ফেলেছে জানলে চমকে উঠবেন।
মেয়েটির বয়স বেশি নয়। বছর বারো। একেবারেই বালিকা। আর এই বয়সেই খবরের শিরোনামে এই কন্যা। কী করেছে সে? রাতের খাবার পছন্দ না হওয়ায় সরাসরি ৯১১ ডায়াল করে ফেলেছে ওই মেয়ে। বাড়িতে পুলিশ ডেকে মা-বাবার বিরুদ্ধে রীতিমতো অভিযোগও জানিয়েছে সে।
ঘটনাটা কানাডার নোভা স্কটিয়া প্রদেশের। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে ৯১১-এ ডায়াল করে একটি বাচ্চা মেয়ে জানায়, তার মা বাবা নাকি ডিনারে সব সময় তাকে স্যালাড খেতে দেয়। যেটা সে একেবারেই পছন্দ করে না। অভিভাবকদের বিরুদ্ধে তার নাকি বিস্তর অভিযোগ রয়েছে। মেয়েটির বাড়িতে পৌঁছনোর পর অভিযোগের মাত্রাটা আরও বেড়ে যায়। কখনও রাগে, কখনও বিরক্তি প্রকাশ করে, আবার কখনও বা ফুঁপিয়ে কেঁদে মেয়েটি নানা ভাবে তার অভিযোগ জানাতে থাকে। অভিযোগের বহর দেখে তাজ্জব হয়ে যান পুলিশের দুঁদে অফিসারেরা। শুধুমাত্র খাবার পছন্দ না হওয়ায় পুলিশকে ফোন? তবে, শেষমেশ মেয়েটিকে বুঝিয়ে শান্ত করেন পুলিশের আধিকারিকেরা। বোঝানো হয় তার মা বাবাকেও।
আরও পড়ুন:
‘বাবা আমার চোখ কই’, ভিডিয়োয় উত্তাল নেট-দুনিয়া
‘দ্য বিস্ট’, মার্কিন প্রেসিডেন্টের এই লিমুজিনে কী আছে জানেন?
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) এক আধিকারিক জানিয়েছেন, মেয়েটির বয়স কম। তাই কোনও কিছু না বুঝেই পুলিশে ফোন করেছে। তবে, ৯১১ নম্বরের গুরুত্ব শিশুদের বোঝানো দরকার। তাঁর কথায়, ‘‘জরুরি অবস্থা ছাড়া ৯১১ ডায়াল করা অপরাধ। ছেলেমেয়েদের সেই পাঠ দেওয়ার দায়িত্ব অভিভাবকদের। এই বিষয় আরও সতর্কতা প্রয়োজন।’’