ক্যানসার আমাদের অনেক রকমভাবে ক্ষতি করে।সে ভাল হোক বা মন্দ।কিন্তু কখনও যেন ক্যানসার আমাদের জীবনের নিয়ন্ত্রক হাতে নিতে পারে না।
Advertisement
সংবাদ সংস্থা
কুয়ালালামপুরশেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ১০:২৮
Share:
দ্য বোল্ড ইন্ডিয়ান ব্রাইড: নভি ইন্দ্রণ পিল্লাই। ছবি পিল্লাইয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
ক্যানসার একটা রোগ, মারণ রোগ। যার একটা হানায় মুহূর্তে ফিকে হয়ে যায় জীবনের সব আলো। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবনের সব স্বপ্নগুলো নিমেষে উড়ে যায়। কিন্তু সেই জীবন-মরণের লড়াইয়ের পরেও যে ফিরে আসা যায়, হাসি মুখে ভরিয়ে তোলা যায় এই পৃথিবী, নতুন সাজে-নতুন রূপে প্রেমে পড়া যায় নতুন করে... সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বৈষ্ণবী পুভানেদ্রন। সোশ্যাল মিডিয়ায় তিনি অবশ্য বেশি পরিচিত নভি ইন্দ্রণ পিল্লাই নামে। বর্তমানে তাঁর ব্রাইডাল ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Advertisement
পিল্লাইয়ের নতুন ফোটোশুটের নাম ‘দ্য বোল্ড ইন্ডিয়ান ব্রাইড’৷ ক্যানসার জয়ী এক নববধূর রূপে নিজের ছবি তুলেছেন পিল্লাই।তাঁর এই অসাধারণ ছবিগুলি তুলেছেন সেলেস গেরাড নামের এক ফটোগ্রাফার।
মালয়েশিয়া নিবাসী পিল্লাই জানান, তাঁর এই ফোটোশুটটি সেই সব আক্রান্ত মানুষকে মনোবল জোগাবে,বিশ্বাস করতে শেখাবে তাঁরাও সুন্দর আর বোল্ড। নভির মতে, “ক্যানসারের চিকিৎসা চলাকালীন দেহের সমস্ত সৌন্দর্য্য চলে যায়। আর সেটাই আমাদের মনের জোরকে আরও ভেঙে দেয়। ছোট থেকে মেয়েরা স্বপ্ন দেখে সেই বিশেষ দিনটিতে তাঁদের কেমন দেখতে লাগবে।কিন্তু অনেক ক্যানসার আক্রান্তরা নিজেদের বিয়েটাই বাতিল করে দেন।’’
ছোটবেলা থেকেই বিয়ে নিয়ে পিল্লাইয়ের বিপুল আগ্রহ ছিল। নিজের মনের মানুষটির সঙ্গে সেই বিশেষ দিনের স্বপ্ন দেখেছিলেন তিনি। তিনি লিখেছেন, “আমি মনে করি আমি সুন্দরী নই৷ বা আমি নববধূর মতো সুন্দরী৷ চুল আমাদের একটা অন্যরকম সৌন্দর্য্য দেয়৷ কিন্তু আমরা যেরকম, সেরকমই আমাদের মানতে হবে৷ আর যেটা সমানে আসছে তাকেও ওয়েলকাম করতে হবে।’’
সবশেষে তিনি লিখেছেন, ‘‘ক্যানসার আমাদের অনেক রকমভাবে ক্ষতি করে।সে ভাল হোক বা মন্দ।কিন্তু কখনও যেন ক্যানসার আমাদের জীবনের নিয়ন্ত্রক হাতে নিতে পারে না।’’