যাত্রী বিনোদনে এ বার বিকিনিতে বিমানসেবিকা!

শাড়ি থেকে স্কার্ট। বিমানসেবিকাদের সমস্ত প্রথাগত পোশাককে ইঁদুর দৌড়ে নিমেষে অনেক পিছনে ফেলে দিল রেড হট বিকিনি। কী বিশ্বাস হচ্ছে না? আজ্ঞে হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এ বার বিকিনিতেই বিমানের অতিথিদের স্বাগত জানাল থাইল্যান্ডের একটি বিমান সংস্থা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ২০:২৩
Share:

শাড়ি থেকে স্কার্ট। বিমানসেবিকাদের সমস্ত প্রথাগত পোশাককে ইঁদুর দৌড়ে নিমেষে অনেক পিছনে ফেলে দিল রেড হট বিকিনি। কী বিশ্বাস হচ্ছে না? আজ্ঞে হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এ বার বিকিনিতেই বিমানের অতিথিদের স্বাগত জানাল থাইল্যান্ডের একটি বিমান সংস্থা।

Advertisement

আর এই বিকিনির দৌলতেই ভিয়েতজেট নামের এই বিমানসংস্থা পৌঁছে গিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। এই সংস্থা চালু হওয়ার মাত্র দু’বছরের মধ্যেই অন্যান্য এয়ারওয়েজকে পিছনে ফেলে সাফল্যের সিঁড়িতে চড়েছে চড়চড় করে। এরইমধ্যে ভিয়েতনামের বিমান পরিবহনশিল্পের ৩০ শতাংশ বাজার নিজেদের পকেটে পুড়েছে তারা।

আরও পড়ুন- বাড়িতে পরিচারিকাদের থেকেও বেশি অত্যাচারিত বলিউড অভিনেত্রীরা: মহেশ ভট্ট

Advertisement

এই বিমানসংস্থার সিইও ন্যুয়েন থি ফুয়াং থাও দেশের প্রথম মহিলা হিসাবে বিমানশিল্পে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটিয়ে ফেলেছেন। এমনকি বিমানসেবিকাদের পোশাকের পরিকল্পনাও তাঁরই। আর এ বার সেই বিকিনি ভাগ্যে খুলতে চলছে তাঁর ভাগ্যও। ভিয়েতনামের প্রথম মহিলা হিসাবে ১০০ কোটি টাকার মালকিন হতে চলেছেন ন্যুয়েন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement