International News

এক মাসের মাথায় দ্বিতীয় হামলা আমেরিকায়, দেখুন সেই ছবি

ফের আমেরিকায় সন্ত্রাস হামলার আতঙ্ক। নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে ওয়ার্ল্ড ট্রেড মেমোরিয়াল সেন্টারের কাছে সাইকেল চলাচলের ব্যস্ত রাস্তায় ট্রাক নিয়ে হামলা। চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত আট জনের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৭ ১১:১২
Share:
০১ ০৮

এক মাসের মাথায় ফের আমেরিকায় সন্ত্রাস আতঙ্ক। গত ১ অক্টোবরই লাস ভেগাসের একটি কনসার্টে হামলা চলেছিল। নিহত হয়েছিলেন অন্তত ৫৯ জন।

০২ ০৮

মঙ্গলবার ফের ম্যানহাটনের ব্যস্ত ফুটপাথে হামলা চালানো হয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন অন্তত আট জন। ঘটনায় আহত আরও অনেকে।

Advertisement
০৩ ০৮

প্রত্যক্ষদর্শীদের দাবি, চেম্বার্স স্ট্রিটের উপর একটি ছোট স্কুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘাতক ট্রাকটির। সেখানেই চার জন গুরুতর জখম হন।

০৪ ০৮

সায়ফুল্লো সাইপভ নামে ২৯ বছরের এক উজবেক যুবক একটি ট্রাক ভাড়া নিয়ে এই হামলা চালিয়েছে বলে দাবি পুলিশের।

০৫ ০৮

ট্রাকটির লাইসেন্স ফ্লোরিডার এক ব্যক্তির নামে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলা চালানোর সময় সে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছিল।

০৬ ০৮

চলন্ত ট্রাক থেকে রাস্তায় ঝাঁপ দেয় হামলাকারী।

০৭ ০৮

২০১০-এ আমেরিকায় আসে সায়ফুল্লো। ফ্লোরিডার টাম্পা এলাকায় থাকত অভিযুক্ত।

০৮ ০৮

হামলার পরই পুলিশের গুলিতে আহত আততায়ী। মার্কিন পুলিশ তার তলপেটে গুলি করে। বর্তমানে পুলিশ হেফাজতে সে চিকিৎসাধীন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement