আল কায়দার ঘনিষ্ঠ জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে লাগাতার খুনের হুমকি পাচ্ছিলেন। নিরাপত্তার খাতিরে তাই তসলিমা নাসরিনকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে। বহু দিন দেশ-ছাড়া তসলিমা দিল্লিতে থাকতেন। কিন্তু সম্প্রতি আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামে একটি গোষ্ঠী তাঁকে হুমকি দিচ্ছিল। বাংলাদেশের তিন মুক্তমনা ব্লগার হত্যার দায় স্বীকার করেছিল এই গোষ্ঠীটিই। আজ জানা গিয়েছে, ২৭ মে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আমেরিকা গিয়েছেন তসলিমা। সংস্থাটির বক্তব্য, এখানে তাঁর বাড়ি বা চাকরি নেই। তাই গুণগ্রাহীরা খরচ চালানোর ব্যবস্থা না করলে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।