Islamabad

শান্তি বৈঠকে তালিবান

ফেব্রুয়ারিতে দোহায় মার্কিন-তালিবান শান্তি চুক্তি হয়। শর্ত অনুযায়ী আলোচনায় বসার কথা আফগান সরকার ও তালিবানের। চুক্তির অঙ্গ হিসেবে ইতিমধ্যেই ৫ হাজার তালিবান জঙ্গিকে মুক্তি দিয়েছে কাবুল।

Advertisement

সংবাদসংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২০ ০৩:২৮
Share:

প্রতীকী চিত্র

শান্তি আলোচনায় যোগ দিতে শনিবার কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে তালিবানের এক প্রতিনিধি দল। এর মধ্যে দিয়েই আফগান সরকারের সঙ্গে তালিবানের শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

ফেব্রুয়ারিতে দোহায় মার্কিন-তালিবান শান্তি চুক্তি হয়। শর্ত অনুযায়ী আলোচনায় বসার কথা আফগান সরকার ও তালিবানের। চুক্তির অঙ্গ হিসেবে ইতিমধ্যেই ৫ হাজার তালিবান জঙ্গিকে মুক্তি দিয়েছে কাবুল।

বিষয়টি নিয়ে গত সপ্তাহেই আফগান প্রেসিডেন্ট আশরফ গনির সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা রর্বাট ও’ব্রায়েন। তালিবানকে আলোচনায় বসানোর জন্য পাকিস্তানের উপরেও চাপ বাড়াচ্ছে আমেরিকা। পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তিনি দ্রুত শান্তি আলোচনার পক্ষে। তালিবান প্রতিনিধি দলের দোহা আসার আগে শুক্রবারও পাক কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন তালিবান নেতা এবং চুক্তির প্রধান মধ্যস্থতাকারী মোল্লা আব্দুল গনি বরাদর ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement