Taliban 2.0

Afghanistan- Pakistan: ‘পালকপিতা’ পাকিস্তানকে নিরাপত্তা পরিষদে নিয়ে গেল তালিবান, বিমান হানার ঘটনায় সুবিচার চায় তারা

১৬ এপ্রিল আফগানিস্তানে পাক বিমান হামলায় মহিলা এবং শিশু-সহ অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়েF রাষ্ট্রপুঞ্জে নালিশ জানিয়েছে তালিব সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ১৩:৫৮
Share:

প্রতীকী ছবি।

পাকিস্তানের সাহায্য নিয়ে আফগানিস্তানে সরকার গড়েছিল তালিবান। এ বার সেই পাকিস্তানকেই উচিত শিক্ষা দিতে চায় তারা।

১৬ এপ্রিলের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে নালিশ করেছে আফগানিস্তানের তালিব সরকার। তারা জানিয়েছে, এ ভাবে যদি তাদের উপর প্রতিবেশী রাষ্ট্রটি আক্রমণ চালাতে থাকে তবে তারাও সব মুখ বুজে সহ্য করবে না।

গত ১৬ এপ্রিল আফগানিস্তানের কুনার এবং খোস্ত প্রদেশে পাক বিমান হামলায় মহিলা এবং শিশু-সহ অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে নালিশ জানিয়েছে আফগানিস্তানের তালিব সরকার। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কাছে তালিবদের অভিযোগ, পাকিস্তান ওই হামলা চালিয়ে আঞ্চলিক সীমা লঙ্ঘন করেছে। শুধু তা-ই নয়, একই সঙ্গে আফগানিস্তানের বাসিন্দাদের মানবিক অধিকারও লঙ্ঘন করেছে।

Advertisement

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতিকে লেখা একটি চিঠিতে আফগানিস্তানের বিদেশে বিষয়ক ভারপ্রাপ্ত জানিয়েছেন, কীভাবে পাক বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তানের সেনা শিবির, সেখানকার বাড়ি-ঘর এমনকী সরকারি ভবনও। ঘটনাটি দু’দেশের সম্পর্কের অবনতির বড় কারণ হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে নিরাপত্তা পরিষদের সভাপতিকে তালিব সরকার এ কথাও বলেছে যে, ২০০২ সালে দু’দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার যে প্রস্তাব গৃহীত হয়েছিল তা-ও লঙ্ঘন করেছে পাকিস্তান।

এর আগেও আফগানিস্তানের পূর্বতন সরকার আশরফ গনি সরকারে এক প্রতিনিধি পাকিস্তানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ দায়ের করেছিলেন। তবে এ বার পাক সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছে তালিবান, হক্কানি নেটওয়ার্ক এবং তেহরিক-এ –তালিবানও। উল্লেখ্য পাকিস্তানের সাহায্য নিয়েই আফগানিস্তানে সরকার গড়েছিল তালিবরা। আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকরা জানিয়েছিলেন, ২০২১ সালে এ ব্যাপারে বেশ সক্রিয় ভূমিকা নিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান নিয়াজি এবং পাক চর সংস্থার তৎকালীন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফইজ হামিদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement