ফাইল চিত্র
আফগানিস্তানে তালিবানি অগ্রাসন অব্যাহত। তালিবান মুখপাত্রের দাবি, পঞ্জশির লাগোয়া বাঘলান প্রদেশের তিনটি জেলা তাদের দখলে চলে এসেছে, এ বার লক্ষ্য পঞ্জশির।
তালিবান মুখপাত্রের দাবি, তাদের যোদ্ধারা ইতিমধ্যেই পঞ্জশিরের দুয়ারে পৌঁছে গিয়েছে, দখল কায়েম এখন স্রেফ সময়ের অপেক্ষা। তাখর, বদখশান এবং আন্দারাবের দিক দিয়ে পঞ্জশিরকে ঘিরে ফেলা হয়েছে বলেও জানাচ্ছে তালিবান। পাশাপাশি তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, অস্ত্র প্রয়োগ নয় বরং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
১৫ অগস্ট কাবুল দখল হলেও আফগানিস্তানের কিছু এলাকায় ঢুকতে পারেনি তালিবান। এ বার সেই লক্ষ্যে এগোচ্ছে তারা। তালিবান মুখপাত্র মুজাহিদ দাবি করছেন, দান্দেরাবের বান্নু, পুল-ই-হিসার এবং দেহ সালাহ জেলা দখলে এসেছে। এই তিন জেলাই পড়ছে বাঘলান প্রদেশে। বাঘলান দখলের পর এ বার তালিবানের লক্ষ্য পূর্ব প্রান্তে বাঘলান লাগোয়া পঞ্জশির প্রদেশ। যেখানে এখনও পর্যন্ত ঢুকতে পারেনি তালিবান।
প্রথম দফায় তালিবানের অধরা ছিল আহমেদ শাহ মাসুদের পঞ্জশির। এ বার তালিবানের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্বে পঞ্জশিরের শের আহমেদ শাহের পুত্র আহমেদ মাসুদ।