Taliban Regime

মেয়েদের দেখতে পেলে অশালীন কাজ হতে পারে! বাড়ির অন্দরমহলের জানলা বন্ধ করতে বলল তালিবান

নয়া ফরমানের ব্যাখ্যা দিয়ে তালিবান সরকারের মুখপাত্র জ়বিউল্লাহ মুজাহিদ সমাজমাধ্যমে লেখেন, “মহিলাদের রান্নাঘরে কাজ করতে দেখলে কিংবা কুয়ো থেকে জল তুলতে দেখলে অশালীন কাজ হতে পারে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১০:২৯
Share:

মেয়েদের জন্য জানলা বন্ধ করছে তালিবান! —ফাইল চিত্র।

আফগানিস্তানে মেয়েদের ‘ঘর’ এবং ‘বাহিরের’ মধ্যে কোনও জানলা থাকবে না। নতুন ফতোয়া জারি করল সে দেশের তালিবান সরকার।

Advertisement

বাড়ির অন্দরমহলে, মূলত যেখানে মহিলারা রান্না করেন বা অন্যান্য গৃহকর্ম করেন, সেখানে আর জানলা রাখা যাবে না বলে সরকারের তরফে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সংবাদ সংস্থা এএফপি সরকারি বিজ্ঞপ্তি উদ্ধৃত করে এই খবর জানিয়েছে। রান্নাঘর, প্রতিবেশীর দেওয়াল এবং মেয়েরা থাকে এমন জায়গায় জানলা থাকলে তা বুজিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই বিবৃতিতে।

শনিবার তালিবান সরকারের তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। নয়া ফরমানের ব্যাখ্যা দিয়ে সরকারের মুখপাত্র জ়বিউল্লাহ মুজাহিদ সমাজমাধ্যমে লেখেন, “মহিলাদের রান্নাঘরে কাজ করতে দেখলে কিংবা কুয়ো থেকে জল তুলতে দেখলে অশালীন কাজ হতে পারে।” সরকারের তরফে এ-ও জানানো হয়েছে যে, কোনও বাড়ির ভিতর থেকে প্রতিবেশীর ঘর দেখা যাচ্ছে কি না, পুরসভার আধিকারিকেরা তা নজরে রাখবেন। এ ক্ষেত্রে জানলা বুজিয়ে ফেলা কিংবা জানলার আগে পাঁচিল তুলে দেওয়াই যথাযথ কাজ হবে বলে জানিয়েছে তালিবান সরকার।

Advertisement

প্রসঙ্গত, ২০২১ সালের ১৫ অগস্ট আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পরেই সে দেশের মেয়েদের উপরে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উচ্চ প্রাথমিকে মেয়েদের পঠনপাঠন নিষিদ্ধ হয়েছে। তাদের চাকরি করা কিংবা প্রকাশ্যে চলাফেরার ক্ষেত্রেও কোপ পড়েছে। সম্প্রতি একটি আইন এনে তালিবান সরকার জানিয়েছে, প্রকাশ্যে আফগান মেয়েরা গান গাইতে কিংবা কবিতা পাঠ করতে পারবে না। বিষয়টি ইসলামিক আইনের পরিপন্থী বলে জানানো হয়।

তালিবদের এই গোঁড়া নিয়মকানুন নিয়ে আমেরিকা এবং পশ্চিমি বিশ্বের দেশগুলি গোড়া থেকে আপত্তি জানালেও নিজেদের সিদ্ধান্তে অবিচল রয়েছে কাবুল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement