ফের আমেরিকার তোপের মুখে রাশিয়া। এ বার লড়াই ক্ষেপণাস্ত্রের অভিমুখ এবং প্রয়োজনীয়তা নিয়ে। মার্কিন সেনা সূত্রের খবর, সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি ডেরা লক্ষ করে কাস্পিয়ান সমুদ্র থেকে ছোড়া রাশিয়ার ‘ক্রুজ’ ক্ষেপণাস্ত্র গিয়ে পড়েছে ইরানের প্রত্যন্ত একটি গ্রামে। তবে ঠিক কোথায় ওই ক্ষেপণাস্ত্র পড়েছে বা হতাহতের সংখ্যা কত, তার কোনও তথ্য মেলেনি। রাশিয়ার এই ‘দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপের সমালোচনা করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টার। ক্রেমলিনের এক শীর্ষকর্তা অবশ্য বলছেন, পরীক্ষামূলক ভাবেই ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।