Dolphin

Newzealand: সমুদ্রে সাঁতার কাটার সময় হাঙরের মুখোমুখি, সাঁতারুকে বাঁচাল ডলফিনের দল!

হাঙরের মুখোমুখি হয়েও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন অ্যাডাম। হঠাৎই তিনি দেখেন তাঁকে ঘিরে কয়েকটি ডলফিন জলে পাক খাচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

অকল্যান্ড শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২২ ১৭:১৫
Share:

সাঁতারু অ্যাডাম ওয়াকার। তাঁকে ঘিরে রয়েছে ডলফিন।

নিউজিল্যান্ডের কুক প্রণালীতে সাঁতার কাটার চ্যালেঞ্জ নিয়েছিলেন ইংল্যান্ডের নটিংহ্যামের বাসিন্দা অ্যাডাম ওয়াকার। ২৫ কিলোমিটার সেই যাত্রাপথে ছ’ফুটের হাঙরের মুখোমুখি হন। অ্যাডাম দেখতে পাচ্ছিলেন তাঁর ঠিক নীচেই কয়েক ফুট গভীরে বিশালাকায় সেই হাঙর ঘোরাফেরা করছে।

Advertisement

হাঙরের মুখোমুখি হয়েও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন অ্যাডাম। হঠাৎই তিনি দেখেন তাঁকে ঘিরে কয়েকটি ডলফিন জলে পাক খাচ্ছে। অ্যাডামকে ঘিরে একটা বৃত্ত তৈরি করেছিল ডলফিনের সেই দলটি। অ্যাডাম বলেন, “যত দূর আমি সাঁতরেছি, তত দূর পর্যন্ত আমার সঙ্গেই সেই ডলফিনের দলটি গিয়েছে।”

এক সাক্ষাৎকারে অ্যাডাম বলেন, “জানি না, ডলফিনগুলি আমাকে রক্ষা করার জন্য এসছিল কি না। তবে আশ্চর্য লাগছিল এটাই যে, আমার সঙ্গে ওরা ৫০ মিনিট ছিল।” অ্যাডাম জানান, এর আগেও হাওয়াই এবং জাপানের সুগারু প্রণালীতে সাঁতারের সময় হাঙরের মুখোমুখি হয়েছিলেন। তাই তাঁর কাছে এই বিষয়টি নতুন কিছু নয়। তবে ডলফিনের বিষয়টি তাঁকে চমকে দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement