এভারেস্ট শৃঙ্গ।
সত্যিই কি ২৯ হাজার ফুট উচ্চতা এভারেস্ট শৃঙ্গের, এখনও? নাকি সেই উচ্চতা আগের চেয়ে একটু কমে গিয়েছে?
৬১ বছর পর তা আবার মেপে দেখা হবে।
এ বছরই আবার উচ্চতা মাপা হবে এভারেস্ট শৃঙ্গের। নেপালের সঙ্গে যৌথ বৈজ্ঞানিক প্রকল্পে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা আবার মাপতে নামছে ভারতের প্রাচীনতম বিজ্ঞান প্রতিষ্ঠান ‘সার্ভে অফ ইন্ডিয়া’। ২৫০ বছর পূর্তিতে সোমবার ‘সার্ভে অফ ইন্ডিয়া’র তরফে এ কথা জানানো হয়েছে।
এভারেস্ট শৃঙ্গ
এভারেস্ট শৃঙ্গের উচ্চতা প্রথম বার মাপা হয়েছিল আজ থেকে ১৬২ বছর আগে। ১৮৫৫ সালে। তখন ‘ভারতের সার্ভেয়ার জেনারেল’ ছিলেন স্যর জর্জ এভারেস্ট। শৃঙ্গের উচ্চতা মাপার অভিযানটা তাঁরই নেতৃত্বে চালানো হয়েছিল বলে শৃঙ্গটির নাম দেওয়া হয়েছিল ‘মাউন্ট এভারেস্ট’। তখনই এভারেস্টকে বিশ্বের সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ বলে ঘোষণা করা হয়েছিল। তার পর আরও এক বার মাপা হয়েছিল এভারেস্টের উচ্চতা, ভারত স্বাধীন হওয়ার পর। ১৯৫৬ সালে। সে বারও সেই উচ্চতা মেপেছিল ‘সার্ভে অফ ইন্ডিয়া’।
২০১৫ সালে নেপালে ভূমিকম্পের পর বিশ্বের সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ কিছুটা বসে গিয়েছে বলে বিজ্ঞানীরা ইতিমধ্যেই সংশয় প্রকাশ করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বেশ কিছু হিসেবনিকেশও দেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে জরুরি হয়ে পড়েছে এভারেস্ট শৃঙ্গের উচ্চতা আবার মেপে দেখা।
আরও পড়ুন- গোপনে আকছার ফাঁসি দেওয়া হয়, ‘দুষ্ট রাষ্ট্র’ চিন, বলল অ্যামনেস্টি