Sunita Williams

আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী, সুনীতার পরিবার জানাল, শীঘ্রই ভারতে আসবেন মহাকাশজয়ী! উচ্ছ্বাসে মাতল গুজরাতের গ্রাম

মঙ্গলবার সকাল থেকেই উচ্ছ্বাস শুরু হয়েছে সুনীতার পরিবারে। ‘ঘরের মেয়ে’র ফেরা নিয়ে উচ্ছ্বসিত ভারতবাসীও। সুনীতাকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১১:০০
Share:
(বাঁ দিকে) মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। আনন্দে মেতেছে গুজরাতের গ্রাম (ডান দিকে)।

(বাঁ দিকে) মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। আনন্দে মেতেছে গুজরাতের গ্রাম (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

২৮৬ দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। স্বাভাবিক ভাবেই মঙ্গলবার সকাল থেকে উচ্ছ্বাস সুনীতার পরিবারে। ইতিমধ্যে সুনীতাকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেই আবহেই সুনীতার পরিবার জানাল, শীঘ্রই ভারতে আসবেন তিনি। মহাকাশ-কন্যাকে অভ্যর্থনা জানাতে ‘শিঙাড়া পার্টি’রও আয়োজন করা হবে!

Advertisement

মঙ্গলবার সকালেই সুনীতার পরিবার সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, মেয়ে নিরাপদে ফেরায় তারা খুশি। মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির কারণে অপ্রত্যাশিত ভাবে দীর্ঘ ন’মাস মহাকাশে থাকার পর নিরাপদে পৃথিবীতে ফিরেছেন সুনীতা। ‘ঘরের মেয়ে’র ফেরা নিয়ে উচ্ছ্বসিত ভারতবাসীও। ‘ক্রু ড্রাগন’ মাটি ছুঁতেই আনন্দের জোয়ারে ভেসেছে সুনীতার পৈতৃক গ্রাম, গুজরাতের মেহসানা জেলার ঝুলাসন। আতশবাজি ফাটিয়ে, নেচে, গেয়ে সেই মাহেন্দ্রক্ষণ উদ্‌যাপন করা শুরু করে দিয়েছেন গ্রামবাসী।

সুনীতার ভ্রাতৃবধূ ফাল্গুনী পাণ্ড্যের কথায়, ‘‘এখনও বিশ্বাস হচ্ছে না! ওর নামার মুহূর্তটি যেন অবাস্তব!’’ ফাল্গুনীই জানিয়েছেন, শীঘ্রই ভারত সফরে আসবেন সুনীতা। তিনি বলেন, ‘‘এখনই সঠিক তারিখ বলতে পারব না, তবে খুব তাড়াতাড়িই ভারতে যাবে সুনীতা। ওর বাবা দীপক পাণ্ড্যের জন্ম ভারতের গুজরাতে। এ দেশের সঙ্গে তার নাড়ির যোগ রয়েছে।’’ ফাল্গুনী আরও জানিয়েছেন, সেরে ওঠার পর আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাবেন তিনি। ইতিমধ্যে একসঙ্গে ছুটি কাটাতে যাওয়ারও পরিকল্পনা করেছেন তাঁরা। প্রসঙ্গত, সুনীতাই প্রথম নভশ্চর, যিনি মহাকাশ স্টেশনে শিঙাড়া খেয়েছেন! তাই ভারতে ফিরলে তাঁর জন্য একটি ‘শিঙাড়া পার্টি’র আয়োজন করারও পরিকল্পনা সেরে ফেলেছেন পরিজনেরা!

Advertisement

সোমবারই সুনীতাকে লেখা প্রধানমন্ত্রী মোদীর একটি চিঠি প্রকাশ্যে আসে। গত ১ মার্চ লেখা ওই চিঠিতে মোদী লিখেছেন, ‘‘আপনার কৃতিত্ব নিয়ে আমরা গর্বিত। ১.৪ বিলিয়ন (১৪০ কোটি) ভারতীয় সব সময়ই আপনার কৃতিত্বে গর্ববোধ করে। হাজার হাজার মাইল দূরে থাকলেও আপনি আমাদের হৃদয়ের কাছেই রয়েছেন। ভারতীয়েরা আপনার সুস্থতা এবং সাফল্য কামনা করেন।’’ মহাকাশ থেকে ফিরে ভারতে আসার জন্য সুনীতাকে আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী। চিঠিতে তিনি লেখেন, ‘‘ফিরে আসার পর ভারতে আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’’মোদীর কথায় উঠে এসেছে সুনীতার বাবা দীপক পাণ্ড্য, মা বনি এবং স্বামী মাইকেল উইলিয়ামসের কথাও।

বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়) মহাকাশচারীদের নিয়ে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ফ্লরিডার সমুদ্রে অবতরণ করে। মহাকাশে ২৮৬ দিন কাটানোর পর পৃথিবীতে ফিরেছেন সুনীতা-সহ চার মহাকাশচারী। মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে (ভারতীয় সময়) সুনীতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ছাড়ে স্পেসএক্সের ড্রাগন যান। তার পর দীর্ঘ ১৭ ঘণ্টার রুদ্ধশ্বাস অপেক্ষা। বুধবার ভোরে ড্রাগন ক্যাপসুলের দরজা খোলার পরে প্রথমে বেরিয়ে আসেন নভশ্চর নিক হেগ। তার প্রায় ৫ মিনিট পর ভারতীয় সময় ভোর ৪টে ২২ নাগাদ হাসিমুখে বেরিয়ে আসেন সুনীতাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement