ওমানের সুলতান।
আরব বিশ্বে সবচেয়ে বেশি দিন রাজত্ব করেছেন তিনি। শুক্রবার মারা গেলেন ওমানের সেই সুলতান কাবুস বিন সইদ আল সইদ। বয়স হয়েছিল ৭৯ বছর। কাবুসের মৃত্যুতে ওমানে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ৪০ দিন অর্ধনমিত থাকবে দেশের জাতীয় পতাকা।
১৯৭০ সালে ব্রিটিশদের সাহায্যে এক অভ্যুত্থানের মাধ্যমে পিতাকে গদিচ্যুত করে ক্ষমতায় আসেন কাবুস। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি বেলজিয়াম ও জার্মানি থেকে চিকিৎসা করিয়ে দেশে ফিরেছিলেন সুলতান। তাঁর অসুস্থতা নিয়ে রাজপরিবার থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা না হলেও মনে করা হয় কোলন ক্যানসার হয়েছিল। সুলতানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গাঁধী। সুলতান কাবুস ছিলেন অকৃতদার। তাঁর কোনও উত্তরাধিকারী বা মনোনীত উত্তরসূরি নেই। ওমানের আইন অনুসারে রাজ সিংহাসন খালি হওয়ার তিন দিনের মধ্যে রাজ পরিবার পরবর্তী সুলতান হিসেবে কাউকে বেছে নেবে। এ দিন সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ওমানের নতুন সুলতান হয়েছেন কাবুসের তুতো ভাই এবং দেশের সংস্কৃতিমন্ত্রী ৬৫ বছরের হাইথাম বিন তারিক।
আরও পড়ুন: ২৪০ পরিবারকে সরিয়ে মুহূর্তে ধুলোয় মিশিয়ে দেওয়া হল ২টি ১৮ তলা বিল্ডিং!