ধর্ষণ করে পোড়ানোর নালিশ

২০১৩ সালে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় দক্ষিণ সুদান সেনা বহু মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে মেরেছিল। রাষ্ট্রপুঞ্জের প্রকাশ করা একটি রিপোর্ট থেকে এমন তথ্য উঠে এসেছে।

Advertisement
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৫ ০২:১২
Share:

২০১৩ সালে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় দক্ষিণ সুদান সেনা বহু মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে মেরেছিল। রাষ্ট্রপুঞ্জের প্রকাশ করা একটি রিপোর্ট থেকে এমন তথ্য উঠে এসেছে। ওই রিপোর্ট থেকে জানা গিয়েছে, অন্তত ১৭২ জন মহিলা এবং যুবতীকে অপহরণ করে যৌন হেনস্থা করে দক্ষিণ সুদানের সেনা। তবে সেনার এমন বীভৎস কার্যকলাপের কথা মানতে চায়নি সরকার। তারা জানিয়েছে, ওই রিপোর্ট পড়ার পরেই তারা এমন অভিযোগের সত্যতা মেনে নেবে। রিপোর্ট থেকে জানা গিয়েছে, নিজের তিন বছরের বাচ্চার সামনে এক মহিলাকে তাঁর বাড়ি থেকে বের করে এনে গণধর্ষণ করা হয়। এমনকী বিদ্রোহীদের হদিস জানতে এক মহিলাকে জ্বলন্ত কয়লা ধরতে বাধ্য করে সেনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement