ঋত্বিকা রাজপুত। — ফাইল চিত্র।
কানাডায় মৃত্যু আরও এক ভারতীয় পড়ুয়ার। বন্ধুদের সঙ্গে কেলওনাতে পিকনিক করতে গিয়েছিলেন ২২ বছরের ঋত্বিকা রাজপুত। সেখানে গাছ ভেঙে তাঁর মাথায় পড়ে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঋত্বিকার। পঞ্জাবের বাসিন্দা ঋত্বিকা কানাডায় হসপিটালিটি ম্যানেজমেন্টে অনলাইনে প্রশিক্ষণ নিচ্ছিলেন।
কানাডা পুলিশের তরফে জানানো হয়েছে, ৭ ডিসেম্বর দুর্ঘটনাটি হয়েছে। জেমস লেকে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন তরুণী। তাঁর পারিবারিক বন্ধু অমরজিৎ লাল্লি জানিয়েছেন, লেকের ধারে আচমকা ঝোড়ো হাওয়া শুরু হয়। ঋত্বিকা এবং তাঁর বন্ধুরা ছুটে পালিয়ে কোনও ছাউনির নীচে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। পঞ্জাবের তরুণী যে দিকে গিয়েছিলেন, সেখানে একটি গাছ উপড়ে তাঁর মাথায় পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অমরজিৎ। গিয়ে দেখেন, একটি গাছ ভেঙে পড়ে রয়েছে।
ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে তারা ঋত্বিকার মৃত্যুতে সন্দেহজনক কিছু দেখছে না। মেয়ের মৃত্যুর খবর পেয়ে পঞ্জাবে ভেঙে পড়েছেন ঋত্বিকার মা কিরণ রাজপুত। তিনি সেলাই করে জীবিকা নির্বাহ করেন। অনেক টাকা ঋণ করে মেয়েকে কানাডায় পড়তে পাঠিয়েছিলেন। ঋত্বিকার দেহ দেশে পরিবারের কাছে পাঠানোর জন্য অনুদান সংগ্রহ করছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
গত সপ্তাহেই কানাডায় খুন হন এক ভারতীয় ছাত্র। পড়াশোনার পাশাপাশি নিরাপত্তারক্ষীর কাজ করতেন হর্ষনদীপ সিংহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কানাডার এডমনটনের একটি আবাসনে শুক্রবার গুলি করে খুন করা হয়েছে তাঁকে।