সহপাঠীদের সঙ্গে থিম পার্কে ঘুরতে যায় এগারো বছরের ইভা জন্নত। কিন্তু সেখানেই জলের রাইড থেকে পড়ে গিয়ে মৃত্যু হল তাঁর। ব্রিটেনের স্ট্যাফোর্ডশায়ারের ঘটনা। বিষয়টি নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে হইচই পড়ে গিয়েছে। ২০০৪ সালের পর থেকে থিম পার্কে কোনও দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি এ দেশে। সে বার ওয়েলসের একটি থিম পার্কে রাইড থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক জনের।
পুলিশ জানিয়েছে, লেস্টারের জামিয়া গার্লস অ্যাকাডেমির ছাত্রী জন্নত ড্রেটন ম্যানর থিম পার্কের ‘স্প্যালশ্ ক্যানিয়ন’ নামে রাইড থেকে জলে পড়ে যায়। পার্কের কর্মীরাই তাকে জল থেকে উদ্ধার করে দ্রুত বার্মিংহামের শিশু হাসপাতালে নিয়ে যান। দেহে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তবে শেষ রক্ষা হয়নি।
জন্নতের মৃত্যুতে অনেক প্রশ্নই উঠছে। জলের রাইডে কর্তৃপক্ষ সতর্কতা নেননি বলে অভিযোগ অনেকের। জন্নতের সিট বেল্ট কেন বাঁধা ছিল না, সেই প্রশ্নও উঠেছে। পার্ক কর্তৃপক্ষ জানান, কেউ জলে পড়ে গেলে যাতে সাঁতরে উঠতে পারেন, তাই রাইডে সিট বেল্টের ব্যবস্থা ছিল না। জন্নতের পরিবার পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেননি। পুলিশ মনে করছে, অত্যন্ত গতিতে থাকা ওই রাইডে জন্নত হয়তো আসন ছেড়ে উঠেছিল, টাল সামলাতে না পেরে পড়ে যায়। ‘স্প্যালশ্ ক্যানিয়ন’ রাইডটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পার্ক মালিক জর্জ ব্রায়ান। পঞ্চাশের দশকে তাঁর দাদুই এই থিম পার্ক শুরু করেন। কর্তৃপক্ষ সুরক্ষার ক্ষেত্রে কতটা যত্নবান ছিলেন, তদন্ত করছে পুলিশ। জন্নতের স্মৃতিতে আজ বন্ধ ছিল পার্ক। বন্ধ ছিল তার স্কুলও।