স্টিভ জোবস ও তাঁর চাকরির আবেদনপত্র।
তখনও তাঁর ‘অ্যাপেল-জীবন’ শুরু হয়নি। সেই সময়ে একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিলেন তিনি। স্টিভ জোবসের জীবনে প্রথম এবং শেষ চাকরির আবেদনপত্র বলে কথা! ওই পুরনো হলদেটে কাগজ নিলামে চড়তেই দাম উঠল আড়াই কোটি টাকা।
সেটা ১৯৭৩। জোবসের বয়স তখন মাত্র ১৮। একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিলেন ‘অ্যাপেল-প্রতিষ্ঠাতা’। হাতে লেখা ওই আবেদনপত্রে জোবস নিজেই জানিয়েছেন, সেই সময়ে তাঁর কাছে ফোন ছিল না। তবে ড্রাইভিং লাইসেন্স ছিল। শুধু স্টিভের চাকরির আবেদনপত্র বলেই নয়, ওই পুরনো কাগজটির মধ্যে কিছু অভিনব ব্যাপারও রয়েছে। যার জন্য এত বিপুল অর্থ দিয়ে সেটি কেনা হয়েছে।
তবে স্টিভের চাকরির আবেদনপত্র নিলামে ওঠার ঘটনা প্রথম নয়। এর আগেও বেশ কয়েক বার নিলাম হয়েছে ওই কাগজটির। গত মার্চেই একটি নিলামে তার দাম উঠেছিল এক কোটি ৭০ লক্ষ টাকা।