বিল কী!
ভোটের মুলুকে জল্পনা শুরু হয়ে গিয়েছে বিল ক্লিন্টনকে নিয়েও। হোয়াইট হাইসে হিলারি এলে তিনিই হবেন দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট। তা হলে স্বামী বিল ক্লিন্টনকে কি ‘ফার্স্ট জেন্টলম্যান’ বলে ডাকা হবে? বিশেষজ্ঞরা বলছেন, ‘ওয়ান্স আ প্রেসিডেন্ট, অলওয়েজ আ প্রেসিডেন্ট’। তাই বিলকে ডাকা হবে ‘প্রেসিডেন্ট ক্লিন্টন’ বলেই।
মেয়ে হোক
‘প্রার্থনা করি, যেন মেয়ে হয়!’ ফেসবুকে ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেঞ্জি তেমন শুভেচ্ছাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে সমর্থন জানিয়ে ইতালীয় প্রধানমন্ত্রীর এই মন্তব্য ফেসবুকে।
ফের দ্বিতীয়
ভেবেছিলেন সবার প্রথমে ভোট দেবেন। তাই বুথে গিয়েছিলেন ভোর ছ’টায়। গিয়ে দেখেন, তাঁর আগেই ভোট দিয়ে ফেলেছেন ৯৯ বছরের মিনার্ভা টারপিন। ডেমোক্র্যাট দলের ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী টিম কেইনের টুইট, ‘‘দু’নম্বর হয়ে থাকাটাই অভ্যাস করতে হবে দেখছি।’’
আকাশ থেকে
এ ভাবেও ভোট দেওয়া যায়। মহাশূন্যে থেকে পৃথিবীকে ঘণ্টায় ১৭ হাজার মাইল বেগে পাক খেতে খেতেও! নাসা-র ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকেই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিলেন দুই মার্কিন মহাকাশচারী। শেন কিমব্রাউ এবং কেট রুবিনস।