ছবি: এএফপি।
ঠান্ডায় কাঁপছে ইউরোপ। এক সপ্তাহে তুষারপাতে মারা গিয়েছেন ৬০-এরও বেশি মানুষ। এর মধ্যে শুধু পোল্যান্ডেই ২৩ জন। সাইবেরিয়া থেকে আসা ঠান্ডা হাওয়াতে বরফের চাদর মুড়ি দিয়েছে মহাদেশ। ঠান্ডা কমার সম্ভাবনা দেখতে পাচ্ছেন না আবহবিদরা। শুরু হয়েছে তুষারঝড়ও। শুক্রবার মহাদেশের কিছু অংশে ঠান্ডা কমলেও পারদ এখনও শূন্যের নীচে। আবহদফতরের অবশ্য পূর্বাভাস, শীঘ্র তাপমাত্রা বাড়বে। ফ্রান্সে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব ফ্রান্সের সান্ত শহরে একটি রেল কোচে ৪১ বছরের এক লিবীয়ের দেহ মিলেছে। অস্ট্রিয়ার গ্রাজ শহর থেকে ৫ ভিনদেশি উদ্ধার হয়েছে। সুইৎজারল্যান্ডের কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা মাইনাসের ৪০ ডিগ্রি নীচে।