বিমানে চড়া মানে একটা আভিজাত্যের ব্যাপার বলে মনে করেন অনেকেই। কিন্তু অসংখ্য উদ্ভট ঘটনাও বিমানেই ঘটে। কেউ এমারজেন্সি দরজা খুলে আগে নামার চেষ্টা করেন, কখনও বা বিমান ভাড়া করা হয় বাজপাখি বহনের জন্য। এমনই কিছু আজব ঘটনার কথা জেনে নেওয়া যাক।
দরজা খোলা ! এমনটাই হয়েছিল, ২০১৬ সালে ফিলিপিন্স থেকে দক্ষিণ কোরিয়াগামী বিমানে। ৪০ মিনিট আকাশে ওড়ার পর দেখা যায়, বিমানের দরজা খোলা। কেউ হতাহত না হলেও ক্ষতিপূরণ পেয়েছিলেন যাত্রীরা।
২০১৬ সালে হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে কোনও এক ব্যক্তির ইলেকট্রনিক সিগারেটের লিথিয়াম ব্যাটারি ফেটে বিস্ফোরণ হয়। কেউ হতাহত হননি। বিমানটি ২০ মিনিট দেরিতে ছাড়ে।
সৌদি আরবের এক যুবরাজ তাঁর পোষা ৮০টি বাজপাখি বহনের জন্য গোটা বিমান ভাড়া করেন। যাত্রীদের আসনে ডানা বেঁধে পাখিগুলোকে বসিয়ে রাখা হয়।
অবতরণের পর আগে নামবেন বলে ২০১৪ সালে চিনের একটি বিমানে এমারজেন্সি স্লাইড খুলে দেন এক ব্যক্তি। ১৩,১০০ ডলার জরিমানা দিতে হয় তাঁকে। বাকি যাত্রীরাও দু’ঘন্টা আটকে ছিলেন।২০১৬ সালের এপ্রিলে ইউনাইটেড এয়ারলাইন্সের এক বিমানকর্মীও আগে নামতে চেয়ে এমারজেন্সি স্লাইড খুলে দিয়েছিলেন। বলা বাহুল্য, চাকরি খোয়ান তিনি।
চিলের একটি বিমানে ছিলেন পোপ ফ্রান্সিস। জানতে পারেন, ভূমিকম্পে গির্জা ভেঙে পড়ায় বিয়ে আটকে গিয়েছে দুই বিমানকর্মীর। মাঝ আকাশেই তাঁদের বিয়ে দোন পোপ।
তিনটি বিমান। মাটি থেকে ১০০০ ফুট উপরে। একটি বিমানের উইংয়ে দাঁড়িয়ে বর, অন্য বিমানের উইংয়ে ভর দিয়ে কনে। অপর বিমানের উইংয়ে হেলান দিয়ে যাজক। ২০০৮ সালে এ ভাবেই বিয়ে সারেন ল্যাঙ্কাশায়ারের ডেয়ারডেভিল কাপল।
লাস ভেগাস থেকে ওহাইয়ো যাচ্ছিলেন এক ব্যক্তি। ছিল তাঁর পোষ্য মারমোসেট। নথিপত্রে সমস্যা থাকায় ২০১৬ সালে মারমোসেটটিকে ‘নো ফ্লাই’ তালিকায় রাখা হয়!
স্টকহোম যাওয়ার পথে বিশ্রী একটা গন্ধের জন্য কোপেনহেগেনে জরুরি অবতরণ করে বিমান। দেখা যায়, বিমানের মেঝের নতুন কার্পেট থেকে ছড়াচ্ছে সেই গন্ধ! কিসের গন্ধ তা অবশ্য বোঝা যায়নি।
ওভারহেড লকারে মাশরুম স্যুপ ছিল। বাক্সের ঢাকনা আলগা হতেই সেই স্যুপ পড়ে যায় লকারে। মাশরুমে অ্যালার্জি ছিল এক ব্যক্তির। ২০০৮ সালে ব্রাসেলস থেকে ডাবলিন যাওয়ার পথে ডাবলিনে জরুরি অবতরণ করে বিমানটি।
এক ঝাঁক মৌমাছি বাসা বেঁধেছিল বিমানে। ২০১৫ সালে ডালাস বিমানবন্দরে এই কারণে বিমান ছাড়তে দেরি হয় দু’ঘণ্টা। ‘বি-কিপার’ খুঁজতে সময় লাগবে তো!
২০১১ সালে বিমানের যাত্রীদের সামনেই বোতলের মধ্যে মূত্রত্যাগ করেন ফরাসি অভিনেতা জেরার্ড দেপারদিউ। কারণ বিমান না ছাড়লে শৌচালয় ব্যবহারের অনুমতি নেই। নামিয়ে দেওয়া হয় তাঁকে।
২০১৪ সালে বস্টন থেকে মায়ামি যাওয়ার পথে একটি বিমান ফিরে যেতে বাধ্য হয়। বিমানে একটা বিশ্রী পোড়া গন্ধ। ধোঁয়াও ছিল। পরে জানা যায়, এর উৎস বিমানের কেবিনের পোড়া পাউরুটি!
২০১২ সালে ম্যাঞ্চেস্টার থেকে পালমা যাওয়ার পথে মজা করতে গিয়ে বন্ধুর চুলে আগুন ধরিয়ে দেন এক ব্যক্তি। লন্ডনে নিয়ে যাওয়া হয় বিমান। নিরাপত্তা বিঘ্নিত করার জন্য গ্রেফতার করা হয় তাঁকে।
রানওয়ে থেকে ছেড়ে গিয়েছে বিমান। প্লেটে বাদাম দেওয়া নিয়ে বচসা শুরু হয় এক কর্মী ও যাত্রীর। বচসা ছড়ায় হাতাহাতিতে। দক্ষিণ কোরিয়ার ঘটনায় হাজতবাস করে বিমানের কর্মী ও যাত্রী দু’জনেই।
২০১৫ সালে লস অ্যাঞ্জেলস থেকে পোর্টল্যান্ড যাওয়ার পথে এক যাত্রীকে কাঁকড়া বিছে কামড়ে দেয়। মার্কিন মুলুকের বিমানে যাতায়াতের সময় এরকম আরও কয়েক বার ঘটেছে।
২০১৭ সালে মাঝ আকাশে জন্ম নেয় এক খুদে। মুম্বইয়ে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। ততক্ষণে ‘প্রি-ম্যাচিওর বেবি’-টি পৃথিবার আলো দেখে ফেলেছে। এরকম ঘটনা ঘটেছিল আমেরিকাতেও।
প্রেমিকের পাশে বসতে পারেননি বিমানে। তাই বিমানকর্মীর গায়ে গরম জল ও নুডলস ছুড়ে দিয়েছিলেন এক মহিলা। ২০১৫ সালে নিনজিং থেকে ব্যাংককে যাওয়ার পথে ঘটনাটি ঘটে।
কমার্শিয়াল ডেল্টা ফ্লাইটে পাড়ি দিয়েছিল একটি টার্কি। ২০১৪ সালে আমেরিকান এয়ারলাইন্সের প্রথম শ্রেণির বিমানে চড়ে একটি ক্যাঙারুও! তবে কানেকটিকাটের বিমানে পোষ্য শূকর নিয়ে উঠতে দেওয়া হয়নি এক ব্যক্তিকে।
কায়রো থেকে ফেরার পথে হাতব্যাগে একটি কিং কোবরা নিয়ে ফিরছিলেন জর্ডনের ব্যবসায়ী। ব্যাগ থেকে বেরিয়ে বিমানের আসনের নীচে লাফ মারে কোবরাটি। হুলুস্থুল কাণ্ড! জরুরি অবতরণ করে বিমান, বলাই বাহুল্য।
বিমানের শৌচালয়ে লাগানো ছিল স্পাই ক্যামেরা! আমেরিকার একটি বিমানে ২০১৪ সালে এই ঘটনা জানাজানি হওয়ার পর বিতর্ক শুরু হয়েছিল।
নিজের নকল পা (প্রোস্থেটিক) দিয়ে বিমান কর্মীকে মারধর করেন এক মদ্যপ মহিলা। ২০১৪ সালে এডিনবার্গ যাওয়ার পথে মাঝ আকাশেই ঘটে এই ঘটনা।