International News

উত্তর সিরিয়ায় ধরা পড়েছে বাগদাদির বোন, দাবি তুরস্কের

সিরিয়ার সীমান্তবর্তী ওই এলাকাটি এখন তুরস্কের নিয়ন্ত্রণে। তুরস্কের সেনাবাহিনীর পদস্থ কর্তাটি এও জানিয়েছেন, ধরা পড়ার সময় বাগদাদির বোন রাসমিয়া আওয়াদের (৬৫) সঙ্গে তাঁর পাঁচ ছেলেমেয়ে ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

বেইরুট শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ১০:৪৭
Share:

নিহত আইএস প্রধান বাগদাদির বোন রাসমিয়া আওয়াদ। ছবি- টুইটারের সৌজন্যে।

মার্কিন হানায় নিহত ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদির বোন ধরা পড়া পড়েছে। ধরা পড়েছে বাগদাদির বোনের স্বামী, মেয়েও। তুরস্কের সেনাবাহিনীর এক পদস্থ কর্তা এই দাবি করেছেন। তিনি জানিয়েছেন, উত্তর সিরিয়ার আঝাঝ শহরে সোমবার তুরস্কের সেনাবাহিনীর হাতে ওই তিন জন ধরা পড়েছে। তবে বাগদাদির বোন রাসমিয়াই ধরা পড়েছে কি না, সংবাদসংস্থা ‘রয়টার্স’ এখনও তা যাচাই করে উঠতে পারেনি বলে জানিয়েছে।

Advertisement

সিরিয়ার সীমান্তবর্তী ওই এলাকাটি এখন তুরস্কের নিয়ন্ত্রণে। তুরস্কের সেনাবাহিনীর পদস্থ কর্তাটি এও জানিয়েছেন, ধরা পড়ার সময় বাগদাদির বোন রাসমিয়া আওয়াদের (৬৫) সঙ্গে তাঁর পাঁচ ছেলেমেয়ে ছিল। ধৃত রাসমিয়া, তার স্বামী ও মেয়েকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তুরস্কের একটি সরকারি সূত্রের আশা, বাগদাদির বোনের কাছ থেকে আইএস-এর অভ্যন্তরীণ কাজকর্মের খুঁটিনাটি জানা সম্ভব হবে।

Advertisement

ও দিকে, মার্কিন হানায় যে বাদদাদি নিহত হয়েছে, একটি অডিও টেপের মাধ্যমে আইএস-এর তরফে তা স্বীকার করা হয়েছে। জানানো হয়েছে, তারা আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ করতে চলেছে।

আরও পড়ুন- আমাজনের ‘প্রহরী’ খুন​

আরও দেখুন- মুখচোরা ইব্রাহিম কী ভাবে হয়ে উঠলেন নৃশংস বাগদাদি?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement