সম্প্রতি অরটন ক্যাপিটাল নামে একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান ‘গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাঙ্ক ২০১৭’র তালিকা প্রকাশ করেছে।
বিশ্বের প্রথম ১০টি ‘পাওয়ারফুল’ পাসপোর্টের বেশির ভাগই ইউরোপের বিভিন্ন দেশ।
ক্রমতালিকা অনুযায়ী যুগ্ম ভাবে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং সুইডেন।
দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি।
ক্রমতালিকা অনুযায়ী ভারত রয়েছে ৭৫ নম্বরে। গত বছরের তুলনায় তিনটি স্থান উপরে উঠে এসেছে ভারত।
তালিকায় পাকিস্তান রয়েছে ৯৩তম স্থানে। যুদ্ধবিধস্ত ইরাক এবং সিরিয়াও রয়েছে পাকিস্তানের উপর।
মার্কিন পাসপোর্টকে পিছনে ফেলে এ বছর তালিকায় সবচেয়ে উপরে উঠে এসেছেসিঙ্গাপুরের পাসপোর্ট।সমীক্ষা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ‘পাওয়ারফুল’ পাসপোর্ট রয়েছে সিঙ্গাপুরের কাছে। এই প্রথম এশিয়ার কোনও দেশ প্রথম স্থান দখল করল।