পুলিশ জানিয়েছে, গত ৭ ডিসেম্বর স্ত্রী হরপ্রীত কউর গিলকে কুপিয়ে খুন করেন নবিন্দ্র। ও ছবি: প্রতীকী
কানাডায় আবারও নিহত এক ভারতীয় বংশোদ্ভূত। নিজের বাড়িতেই স্ত্রীকে কুপিয়ে খুন করলেন এক ব্যক্তি। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ঘটনা। কানাডা পুলিশ জানিয়েছে, ৪০ বছরের নবিন্দ্র গিলের বিরুদ্ধে খুনের চার্জ আনা হয়েছে।
বিবৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, গত ৭ ডিসেম্বর স্ত্রী হরপ্রীত কউর গিলকে কুপিয়ে খুন করেন নবিন্দ্র। ওই দিন থানায় খবর আসে যে, নিজের বাড়িতেই ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছেন হরপ্রীত। শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল তাঁর। পরে হরপ্রীতকে হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী। যদিও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে হরপ্রীতের।
হাসপাতাল থেকে হরপ্রীতের স্বামী নবিন্দ্রকে হেফাজতে নেয় পুলিশ। বিবৃতিতে জানানো হয়েছে, পরের দিনই ছেড়ে দেওয়া হয় নবিন্দ্রকে। কারণ তদন্ত চলছিল। শেষ পর্যন্ত ১৫ ডিসেম্বর তাঁকে ফের গ্রেফতার করে সারে রয়্যাল কানাডিয়ান মাউন্টেট পুলিশ। ১৬ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে খুনের চার্জ আনা হয়।
চলতি বছরের নভেম্বর থেকে কানাডায় হরপ্রীত ছাড়াও আরও তিন জন ভারতীয় বংশোদ্ভূত নিহত হয়েছেন। গত ৩ ডিসেম্বর অন্টারিয়োতে গুলিতে নিহত হয়েছিলেন ২১ বছরের শিখ তরুণী পবনপ্রীত কউর। ওই দিনই আলবার্তায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান ২৪ বছরের এক শিখ যুবক। নভেম্বরে একটি স্কুলের সামনে খুন হন মেহকপ্রীত শেট্টি নামে ১৮ বছরের এক তরুণী। তাঁকে কুপিয়ে খুন করেছিলেন তাঁরই এক পরিচিত।