সমুদ্রের তীরে হাঙর। ছবি: ফেসবুকের সৌজন্যে।
সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছিলেন কেউ কেউ। অনেকে সাঁতারও কাটছিলেন সমুদ্রের নীল জলে। কিন্তু পর্যটকরা একা নন। সমুদ্রের স্বচ্ছ জলে তাঁদের সঙ্গে গা ভাসিয়েছে ওরাও। বড়, কালো মাছের মতো জীবগুলিকে তাদের সঙ্গে সাঁতার কাটতে দেখে পিলে চমকে ওঠার জোগাড় হল উপস্থিত সকলের। বড় কালো রঙের যে জীবগুলি পর্যটকদের ‘সঙ্গ’ দিচ্ছিল তারা আসলে হাঙর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ক্যারোলিনার মিরটেল বিচে।
কোডি কিনজার নামের এক ব্যক্তি মিরটেল বিচ থেকে পাঁচ মাইল দূরের গার্ডেন সিটি পিয়ের থেকে গোটা ঘটনাটির ভিডিও করেন। সম্প্রতি মিরটেল বিচ গেটওয়ের তরফে ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই ১ কোটি ৩০ লক্ষ ভিউয়ার ভিডিওটি দেখেছেন। প্রায় তিন লক্ষ বার শেয়ার হয়েছে ভিডিওটি। কমেন্ট পড়েছে ৩৯ হাজার। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘দেখুন, কী ভাবে হাঙররা তীরের কাছে ঘুরে বেড়াচ্ছে।’
দেখুন সেই ভিডিও:
হাঙরের দল তীরের একেবারে পাশে চলে এলেও পর্যটকদের অবশ্য কোনও ক্ষতি হয়নি।
আরও পড়ুন: উত্তাল ঢেউয়ের সামনে তরুণীর ভয়ঙ্কর স্টান্ট! তারপর...