গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আমেরিকার ভোটপর্বের মধ্যেও পশ্চিম এশিয়ায় রক্তস্রোত বন্ধ হল না। মঙ্গলবার দফায় দফায় গাজ়া উপত্যকা এবং লেবাননে হামলা চালাল ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফৌজ। এরই মধ্যে যুদ্ধ সংক্রান্ত গোপন তথ্য বিদেশি সংবাদমাধ্যমে পাচারের অভিযোগে নেতানিয়াহুর দফতরের এক আধিকারিককে গ্রেফতার করেছে ইজ়রায়েল পুলিশ।
উত্তর গাজ়ায় মঙ্গলবার ইজ়রায়েলি হামলার ৫৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত বছর ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইজ়রায়েলি হামলায় সেখানে হত প্যালেস্টাইনি নাগরিকের সংখ্যা ৪৩ হাজার ৩০০ ছাড়িয়ে গেল বলে হামাস নিয়ন্ত্রিত গাজ়া প্রশাসনের দাবি। অন্য দিকে, লেবাননে শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার ডেরাতেও বিমান হামলার কথা জানিয়েছে তেল আভিভ।
লেবানন সরকার মঙ্গলবার জানিয়েছে, ইজ়রায়েলি হামলায় এ পর্যন্ত মোট ৩,০০০ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। অন্য দিকে, ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (ইজ়রায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ) আইডিএফের তথ্য বিদেশি সংবাদমাধ্যমে পাচারের অভিযোগে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দফতরের এক শীর্ষ আধিকারিককে গ্রেফতারের কথা জানিয়েছে সে দেশের পুলিশ। ইজ়রায়েলের বিরোধী দলগুলির অভিযোগ, ধৃত ব্যক্তির নাম এলিজ়ার ফেল্ডস্টেইন। তবে তাঁর নাম না নেতানিয়াহুর দফতর মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেছে, ‘ওই ব্যক্তি কখনও প্রতিরক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে সরকারি কার্যকলাপে অংশ নেননি।’’