বিশ্বযুদ্ধে হারিয়ে যাওয়া প্রেম ফিরে এল ৭০ বছর পর

সালটা ১৯৪৪। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাথায় নিয়ে দিন কাটছে পৃথিবীর। তখন সদ্য ২১ পেরিয়েছেন নরউড থমাস। তিনি প্রেমে পড়েছিলেন সপ্তদশী জয়েস মরিসের। যুদ্ধ তাঁদের দূরে সরিয়ে দেয়। এতো পর্যন্ত এই গল্পে অভিনবত্ব কিছুই নেই। ছিলও না। অন্তত গত ৭২ বছর। আর তারপর? হঠাত্ পূণর্মিলন। হ্যাঁ। প্রেম পরিণতি না পেলেও হারিয়ে যাওয়া প্রেমিকাকে খুঁজে পেয়েছেন ৯৩ বছরের থমাস।

Advertisement
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৬ ১৮:১২
Share:

সালটা ১৯৪৪। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাথায় নিয়ে দিন কাটছে পৃথিবীর। তখন সদ্য ২১ পেরিয়েছেন নরউড থমাস। তিনি প্রেমে পড়েছিলেন সপ্তদশী জয়েস মরিসের। যুদ্ধ তাঁদের দূরে সরিয়ে দেয়। এতো পর্যন্ত এই গল্পে অভিনবত্ব কিছুই নেই। ছিলও না। অন্তত গত ৭২ বছর। আর তারপর? হঠাত্ পূণর্মিলন। হ্যাঁ। প্রেম পরিণতি না পেলেও হারিয়ে যাওয়া প্রেমিকাকে খুঁজে পেয়েছেন ৯৩ বছরের থমাস।

Advertisement

অস্ট্রেলিয়ায় নিজের বাড়িতে বসেই ছেলের কাছে বায়না ধরেন ৮৮ বছরের মরিস। অনলাইনে খোঁজ করতে হবে হারিয়ে যাওয়া প্রেমিকের। খুঁজেও পেয়ে যান। মরিসকে খুঁজে পেয়েই তাঁর সঙ্গে দেখা করতে চান থমাস। শুধু এক বার জড়িয়ে ধরবেন। তাঁদের স্বপ্নপূরণে এই সপ্তাহে স্কাইপ কল সেট আপ করেছিলেন থমাসের ছেলে স্টিভেন থমাস ও মরিসের ছেলে রবার্ট মরিস। তারপরই তাঁদের পাশে দাঁড়িয়েছে স্কাইপ। থমাসকে লন্ডন থেকে অস্ট্রেলিয়ার ভার্জিনিয়া আইল্যান্ডে পৌঁছে দিতে পারে তার জন্য ফান্ডরেজিং ক্যাম্পেন শুরু হয়েছে স্কাইপে।

কী কথা হয়েছিল দু’জনের? স্কাইপ চ্যাট বলছে,

Advertisement

থমাস: তুমি আমাকে দেখতে পাচ্ছো?

মরিস: না, আমি পরিষ্কার দেখতে পাই না।

থমাস: আচ্ছা, আমি বলছি, আমি হাসছি…

সাত দশক পর মরিসের মুখে ‘টমি’ ডাক শুনে আপ্লুত হয়ে পড়েন থমাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement