polka-dot tree frog

বিশ্বে প্রথম ‘জোনাকি’ ব্যাঙের দেখা মিলল আর্জেন্তিনায়

নানা রঙের ব্যাঙ, যেমন তাদের রূপ, তেমনই বিষধর- এমন প্রজাতি এ দেশে সচারচর না মিললেও বিরল নয়। দক্ষিণ আমেরিকার অধিকাংশ জঙ্গলেই এমন ছোট ছোট ব্যাঙের দেখা মেলে। তারা এতটাই বর্ণময় এবং উজ্জ্বল যে মুগ্ধ না হয়েই থাকা যায় না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ১৮:১৫
Share:

ফ্লুরেসেন্স রঙের ব্যাঙ

নানা রঙের ব্যাঙ, যেমন তাদের রূপ, তেমনই বিষধর- এমন প্রজাতি এ দেশে সচারচর না মিললেও বিরল নয়। দক্ষিণ আমেরিকার অধিকাংশ জঙ্গলেই এমন ছোট ছোট ব্যাঙের দেখা মেলে। তারা এতটাই বর্ণময় এবং উজ্জ্বল যে মুগ্ধ না হয়েই থাকা যায় না।

Advertisement

এ বার এদের থেকেও উজ্জ্বল ব্যাঙের দেখা মিলল আর্জেন্তিনার সান্তা ফে-তে। তবে, তাদের উজ্জ্বলতার রকম ফের রয়েছে। যত দিনের আলো কমতে থাকে, এদের শরীর আরও উজ্জ্বল হতে শুরু করে। অন্ধকারে এরা এতটাই জ্বলজ্বল করে যে দূর থেকে অনায়াসে চেনা যায় তাদের।

আরও পড়ুন- অসাধারণ অনুভূতিপ্রবণ ‘প্রেমিক’ ছিল টিরানোসরাস রেক্স, বলছেন বিজ্ঞানীরা

Advertisement

এত দিন পর চেনা গেল?

এক দল হারপেটোলজিস্ট গিয়েছিলেন ব্যাঙ সংগ্রহ করতে আর্জেন্তিনার সান্তা ফে শহরের একেবারে সীমান্তে। উভচর প্রাণীর মধ্যে থাকা বায়োকেমিক্যাল ক্লোরিসিয়া নিয়ে তাঁদের গবেষণার বিষয় ছিল। সে সব ব্যাঙ খুঁজতে গিয়ে তাঁরা আবিষ্কার করে ফেলেন হাইপসিবোয়াস পাঙ্কটাটাস প্রজাতির ব্যাঙ। পোলকা-ডট ট্রি নাম দেওয়া হয়েছে এই ব্যাঙেদের।

দিনের আলো যত কমতে থাকে, তাদের শরীরের আলো ততই বাড়ে।

কেমন দেখতে?

বিজ্ঞানীরা যে একশোটি পল্কা-ডট ট্রি ব্যাঙ সংগ্রহ করেছেন, তাদের সবার ফ্লুরেসেন্স গায়ের রং। ছোট ছোট লাল রঙের ইলেক্ট্রোম্যাগনেটিক ছোপও রয়েছে। এই কারণে অন্ধকারের মধ্যে এত উজ্জ্বল দেখায় বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement