প্রতীকী ছবি।
একে একে কাটছে নিষেধাজ্ঞার বেড়াগুলো। এ বার পুরুষদের অনুমতি ছাড়াই ব্যবসা শুরু করতে পারবেন সৌদি আরবের মহিলারা!
সৌদি আরবের সরকার গত বৃহস্পতিবারেই এই কথা ঘোষণা করেছে। এ বার তাদের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রকের ওয়েবসাইটে এ বিষয়ে সবিস্তার জানানো হল। পরিবারের পুরুষদের সম্মতি ছাড়াই সরকারি সুযোগসুবিধাও পাবেন মহিলারা। এ দেশে মহিলারা বিভিন্ন ক্ষেত্রে যে কঠোর নিষেধাজ্ঞার মধ্যে দিন কাটিয়ে এসেছেন, তা এই ব্যবস্থার ফলে অনেকটাই বদলাবে। এত দিন সৌদি আরবে কোনও মহিলা যদি কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইতেন, বা ঘুরতে যেতে চাইতেন, কিংবা সরকারি কোনও কাজ করাতে চাইতেন, তা হলে তাঁকে পরিবারের পুরুষ সদস্যের অনুমতির উপরে নির্ভর করতে হত। সেই পুরুষ অভিভাবক বাবা, স্বামী বা ভাই হতে পারেন। এ বার থেকে তা আর লাগবে না।
বেসরকারি ক্ষেত্রগুলিকে সংস্কার করার জন্য মেয়েদের কাজের সুযোগ বাড়াচ্ছে সৌদি আরব। সেই ক্ষেত্রেও এই পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে বলে মনে করা হচ্ছে।