Saudi Arabia

বিদেশি অবিবাহিত নারী-পুরুষকে একই সঙ্গে হোটেলে থাকার অনুমতি দিল সৌদি সরকার

জ্বালানি তেল রফতানিই মূলত সৌদির অর্থনীতির প্রধান উত্স। কিন্তু এর পাশাপাশি এ বার পর্যটনের উপর জোর দেওয়া শুরু করেছে সৌদি সরকার। বিদেশি পর্যটক টানতে কয়েক দিন ৪৯টি দেশকে ছাড়পত্র দিয়েছে তারা। তাদের মূল লক্ষ্য ২০৩০-এর মধ্যে প্রতি বছর ১০ কোটি পর্যটক টানা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৯ ১৭:৩৪
Share:

প্রতীকী ছবি।

এ বার থেকে অবিবাহিত নারী-পুরুষ একই সঙ্গে হোটেলে থাকতে পারবেন। পর্যটক টানতে রক্ষণশীলতার বেড়াজাল ভেঙে বিদেশিদের এমনই ছাড়পত্র দিল সৌদি সরকার। শুধু বিদেশি পর্যটকই নয়, সৌদি মহিলারাও এ বার থেকে হোটেলে একা থাকতে পারবেন। তবে সে ক্ষেত্রে হোটেলে চেক-ইনের জন্য তাঁদের প্রমাণপত্র দেখাতে হবে। তবে বিদেশি পর্যটকদের ক্ষেত্রে এ রকম কোনও প্রমাণপত্র লাগবে না বলেই জানিয়েছে দ্য সৌদি কমিশন ফর ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ।

Advertisement

জ্বালানি তেল রফতানিই মূলত সৌদির অর্থনীতির প্রধান উত্স। কিন্তু এর পাশাপাশি এ বার পর্যটনের উপর জোর দেওয়া শুরু করেছে সৌদি সরকার। বিদেশি পর্যটক টানতে কয়েক দিন ৪৯টি দেশকে ছাড়পত্র দিয়েছে তারা। তাদের মূল লক্ষ্য ২০৩০-এর মধ্যে প্রতি বছর ১০ কোটি পর্যটক টানা। সেই লক্ষ্যে পৌঁছতেই অনেক বিষয়েই রক্ষণশীলতাকে দূরে সরিয়ে দিচ্ছে সৌদি সরকার। অবিবাহিত বিদেশি নারী-পুরুষের এক সঙ্গে হোটেলে থাকার বিষয়টিই তার একটা উদাহরণ।

শুধু সে দেশের মহিলাদের স্বাধীনতা দেওয়াই নয়, বিদেশি পর্যটকদের সে দেশে ভ্রমণের অনুমতি এবং তাঁদের পোশাকের ক্ষেত্রেও রাশ আলগা করেছেন কর্তৃপক্ষ। শরীর ঢাকা কালো পোশাক নয়, তবে পোশাক যেন শোভন হয়— এমনই নির্দেশিকা জারি করেছিল সৌদি সরকার। জরিমানাযোগ্য ১৯টি বিষয়ের একটি তালিকাও প্রকাশ করে তারা। অশোভন পোশাক পরা, জনসমক্ষে চুম্বন, থুতু ফেলা, অনুমতি ছাড়া কোনও ব্যক্তির ছবি ও ভিডিয়ো তোলা, প্রার্থনার সময় গান বাজানো— এমন বেশ কয়েকটি বিষয় তাদের সেই তালিকায় ছিল। দেশের নিয়মকানুন সম্পর্কে যাতে পর্যটক ও ভ্রমণার্থীরা ওয়াকিবহাল থাকেন সে জন্যই জরিমানাযোগ্য এমন নির্দেশিকা জারি করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছিল।

Advertisement

আরও পড়ুন: কাশ্মীরে ঢোকার অনুমতি মেলেনি, মোদী সরকারের সমালোচনায় মার্কিন সেনেটর

আরও পড়ুন: ঢোকার ৩০ দিনের মধ্যে স্বাস্থ্যবিমা না করালে ফিরতে হবে আমেরিকা থেকে, ফরমান ট্রাম্পের

জনসমক্ষে অবিবাহিত নারী-পুরুষদের মেলামেশা কঠোর ভাবে নিষিদ্ধ ছিল সৌদিতে। শুধু সৌদি নাগরিকই নন, বিদেশিদের জন্যও এই বিষয়টি শাস্তিযোগ্য ছিল। রক্ষণশীলতার মোড়ক ছেড়ে বেরনোর এই কাজটা শুরু করেন সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন। গত কয়েক বছরেই বেশ কিছু বিধিনিষেধের রাশ আলগা করতে দেখা গিয়েছে সৌদি সরকারকে। বিশেষ করে গত অগত অগস্টে সে দেশের মহিলাদের গাড়ি চালানোয় অনুমতি দেওয়া, অনুমতি ছাড়া ভ্রমণ, বিবাহ ও ডিভোর্সের মতো বিষয়গুলিতে মহিলাদের স্বাধীনতা দেওয়া, সৌদির মতো রক্ষণশীল দেশে এমন সিদ্ধান্ত নজর কেড়েছিল গোটা বিশ্বের। এ বার আরও এক ধাপ এগিয়ে অবিবাহিত বিদেশি নারী-পুরুষদের একসঙ্গে হোটেলে থাকার ছাড়পত্র দিয়ে ফের সাড়া ফেলে দিয়েছে সৌদি আরব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement