জয়ের পরে সাদিক। ছবি: রয়টার্স।
পর পর তিন বার। ফের লন্ডনের মেয়র নির্বাচিত হলেন পাকিস্তানি বংশোদ্ভূত লেবার পার্টির নেতা সাদিক খান। ব্রিটিশ রাজধানীর ইতিহাসে যা রেকর্ড।
এ বার সাজিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কনজ়ারভেটিভ পার্টির সুজ়ান হল। বিপুল ভোটে সুজ়ানকে হারিয়েছেন সাজিদ। সাজিদের ঝুলিতে গিয়েছে ১০ লক্ষ ৮৮ হাজার ২২৫টি ভোট। অপর দিকে সুজ়ান পেয়েছেন মাত্র ২ লক্ষ ৭৬ হাজার ৭০৭টি ভোট।
এ বারের মেয়র নির্বাচনের প্রচার পর্ব থেকেই যথেষ্ট উত্তপ্ত ছিল লন্ডনের রাজনৈতিক হাওয়া। মধ্য লন্ডনে ঢোকা বাণিজ্যিক ভ্যানের উপরে দূষণ-কর চাপানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সাদিক। যার বিরুদ্ধে প্রচার শুরু করেন কনজ়ারভেটিভরা। ছোট ব্যবসায়ীদের লন্ডনের মেয়র টিকতে দিতে চান না বলে রব ওঠে। আজ যখন ফলাফল ঘোষণার পরে পূর্ব লন্ডনের সিটি হলে সাদিক বক্তৃতা দিচ্ছেন, তখনও এক অপ্রীতিকর ঘটনা ঘটে। নবনির্বাচিত মেয়রের বক্তৃতা থামিয়ে এক ব্যক্তি মঞ্চের সামনে চলে আসেন। চিৎকার করতে থাকেন, ‘‘লন্ডনের হত্যা করেছেন খান।’’ ঘটনাস্থলে উপস্থিত রিটার্নিং অফিসার অবশ্য নিরাপত্তারক্ষীদের সাহায্যে ওই ব্যক্তিকে বার করে দেন।
তাঁকে পুনরায় নির্বাচিত করার জন্য লন্ডনবাসীদের আজ ধন্যবাদ জানিয়েছেন মেয়র। সাদিক তাঁর বক্তৃতায় উল্লেখ করেছেন, প্রচার পর্বে যাবতীয় নেতিবাচক কথা হজম করা খুবই কঠিন ছিল। তিনি বলেছেন, ‘‘আমাদের এখনও উজ্জ্বলতম দিন দেখা বাকি।’’ লন্ডনকে বিশ্বের সর্বসেরা শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। বক্তৃতার পরে হাততালিতে ফেটে পড়ে হল ঘর।
স্থানীয় নির্বাচনে অবশ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের দল কনজ়ারভেটিভ পার্টির হার অব্যাহত। আপাতত একটি মাত্র কাউন্সিল আসনেই ফল ঘোষণা বাকি। কাউন্সিলর সংখ্যার নিরিখে এগিয়ে লেবার পার্টিই। সুনকদের দলের স্থান এখন তিন নম্বরে।