Body Recovered in Asansol

আসানসোলের রেল কলোনিতে মহিলাকে খুন! কারখানা থেকে ফিরে দেহ উদ্ধার করেন স্বামী

সকালে কাজে গিয়েছিলেন সঞ্চিতার স্বামী প্রদীপ চৌধুরী। রাতে তিনি কারখানা থেকে চিত্তরঞ্জন রেল কলোনির বাড়িতে ফিরে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২৩:১১
Share:

কাজ দেখে ফিরে স্ত্রীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখলেন স্বামী। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আসানসোলের চিত্তরঞ্জন রেল কলোনিতে উদ্ধার এক মহিলার দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার নাম সঞ্চিতা চৌধুরী। তাঁর বয়স ৫৬ বছর। তাঁর স্বামী চিত্তরঞ্জন রেলওয়ে ইঞ্জিন কারখানার কর্মী। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার সকালে কাজে গিয়েছিলেন সঞ্চিতার স্বামী প্রদীপ চৌধুরী। রাতে তিনি কারখানা থেকে চিত্তরঞ্জন রেল কলোনির বাড়িতে ফিরে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। সঙ্গে সঙ্গে তিনি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এবং আরপিএফ (রেল পুলিশ ফোর্স)-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছয়।

প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে মহিলাকে। তবে হত্যার উদ্দেশ্য স্পষ্ট নয়। ঘটনার সময়ে সঞ্চিতা বাড়িতে একা ছিলেন। তাঁর স্বামী এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দলও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement