মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের বৈঠকের আগে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ পিয়ংইয়্যাং যাচ্ছেন, জানিয়েছে রুশ বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার লাভরভ উত্তর কোরিয়া পৌঁছোচ্ছেন। মন্ত্রকের দাবি, কোরীয় উপদ্বীপের পরিস্থিতির পাশাপাশি দু’দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হবে। ১০ এপ্রিল মস্কো সফরে গিয়ে উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী রি ইয়ং হো আমন্ত্রণ জানান লাভরভকে। ২০০৯-এও পিয়ংইয়্যাং যান লাভরভ। সে বার পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনার জন্যই যান তিনি।
রুশ বিদেশমন্ত্রীর সফরের মুখে কূটনীতিকরা মনে করাচ্ছেন, সাম্প্রতিক কালে দু’বার চিন সফরে যান কিম। প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে বৈঠকে আমেরিকার সঙ্গে আলোচনার বিষয়টি উঠেছে বলে কূটনীতিকদের ধারণা। বস্তুত দ্বিতীয় বার সফরের পরে ট্রাম্প বলেই বসেন, কিমের আচরণে বদল লক্ষ্য করছেন। চিনফিংকে ‘পোকার প্লেয়ার’ বলে বিঁধে বলেন, কিমকে প্রভাবিত করার চেষ্টা করছেন শি। এ বার রুশ বিদেশমন্ত্রীর সফর নিয়েও তাই জল্পনা। কারণ চিনের মতো রাশিয়াও উত্তর কোরিয়ার মিত্র দেশ।
ট্রাম্প-কিম সাক্ষাতের আগে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো নিউ ইয়র্কে দেখা করবেন উত্তর কোরিয়ার এক উচ্চপদস্থ জেনারেলের সঙ্গে। হোয়াইট হাউস বলছে, ট্রাম্প-কিমের বৈঠকের প্রস্তুতি এখন তুঙ্গে।