কান্নায় ভেঙে পড়লেন নিহতেদের পরিজনেরা। এএফপি-র তোলা ছবি।
২২৪ জন যাত্রী নিয়ে মিশরে ভেঙে পড়ল রাশিয়ার একটি বিমান। মিশরের প্রধানমন্ত্রীর দফতরই এই দুর্ঘটনার কথা জানিয়েছে।
মিশর থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ যাচ্ছিল বিমানটি। শার্ম-এল-শেখ বিমানবন্দর থেকে ওড়ার ২৩ মিনিট পরই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে য়ায়। প্রথমে মনে করা হয়েছিল যান্ত্রিক গোলযোগে যোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন হয়েছে। তবে দীর্ঘক্ষণ চেষ্টা করেও বিমানটির খোঁজ না মেলায় দুর্ঘটনার আশঙ্কা বাড়তে থাকে। এর কিছুক্ষণ পরই মিশরের প্রধানমন্ত্রীর দফতর বিমান ভেঙে পড়ার কথা ঘোষণা করে। এই দুর্ঘটনার পিছনে নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এক নজরে:
রাশিয়া
৯২৬৮
মিশরের লোহিত সাগরের সৈকত শহর শার্ম এল-শেখ
২১৭ জন
৭ জন
মিশরের মধ্য সিনাই অঞ্চলে