ভ্লাদিমির পুতিন। ফাইল চিত্র।
সরকার-বিরোধী বিক্ষোভে কয়েক সপ্তাহ ধরেই উত্তাল রাশিয়া। বিরোধীদের অভিযোগ, আসন্ন আঞ্চলিক ভোটে বহু বিরোধী প্রার্থীকেই মনোনয়ন দিতে দিচ্ছে না ভ্লাদিমির পুতিনের সরকার।
এই অবস্থায় গত শনিবার মস্কো-সহ দেশের বিভিন্ন শহরে সরকার-বিরোধী মিছিলে শামিল হন হাজার হাজার মানুষ। গ্রেফতার হন ২৫০ জন। ইউটিউবে যার লাইভ স্ট্রিমিং দেখা গিয়েছিল। ওই মিছিলকে বেআইনি আখ্যা দিয়ে গুগলকে সতর্ক করল রুশ সরকার।
রাশিয়ার তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রকের তরফে গুগলকে কাল বলা হয়েছে, এই ধরনের বিক্ষোভ আন্দোলন বেআইনি। গুগল যেন ইউটিউবের মাধ্যমে সে সব মিছিলের ভিডিয়ো আপলোড না করে।