গুগলকে সতর্ক করল রাশিয়া

রাশিয়ার তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রকের তরফে গুগলকে কাল বলা হয়েছে, এই ধরনের বিক্ষোভ আন্দোলন বেআইনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৯ ০১:২৭
Share:

ভ্লাদিমির পুতিন। ফাইল চিত্র।

সরকার-বিরোধী বিক্ষোভে কয়েক সপ্তাহ ধরেই উত্তাল রাশিয়া। বিরোধীদের অভিযোগ, আসন্ন আঞ্চলিক ভোটে বহু বিরোধী প্রার্থীকেই মনোনয়ন দিতে দিচ্ছে না ভ্লাদিমির পুতিনের সরকার।

Advertisement

এই অবস্থায় গত শনিবার মস্কো-সহ দেশের বিভিন্ন শহরে সরকার-বিরোধী মিছিলে শামিল হন হাজার হাজার মানুষ। গ্রেফতার হন ২৫০ জন। ইউটিউবে যার লাইভ স্ট্রিমিং দেখা গিয়েছিল। ওই মিছিলকে বেআইনি আখ্যা দিয়ে গুগলকে সতর্ক করল রুশ সরকার।

রাশিয়ার তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রকের তরফে গুগলকে কাল বলা হয়েছে, এই ধরনের বিক্ষোভ আন্দোলন বেআইনি। গুগল যেন ইউটিউবের মাধ্যমে সে সব মিছিলের ভিডিয়ো আপলোড না করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement