Russia Ukraine War

ইউক্রেনের হামলায় হত ২২১ রুশ সেনা

ডনবাস এলাকার শহর বাখমুটে রুশ-সমর্থনপ্রাপ্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোও সক্রিয় রয়েছে। তারাও ইউক্রেন সরকারের বিরুদ্ধে লড়ছে। সব পক্ষেই অনেক প্রাণহানি হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

কিভ শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ০৭:৪১
Share:

ভয়াবহ যুদ্ধ চলছে পূর্ব ইউক্রেনের বাখমুটে। ছবি: রয়টার্স।

দীর্ঘদিন ধরেই ভয়াবহ যুদ্ধ চলছে পূর্ব ইউক্রেনের বাখমুটে। কখনও এগোচ্ছে রুশ বাহিনী, কখনও জমি পুনরুদ্ধার করছে ইউক্রেনীয় সেনা। এর মধ্যে আজ কিভের বাহিনী ঘোষণা করেছে, তাদের হামলায় গত ২৪ ঘণ্টায় ২০০-রও বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে। জখম অনেক।

Advertisement

ডনবাস এলাকার শহর বাখমুটে রুশ-সমর্থনপ্রাপ্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোও সক্রিয় রয়েছে। তারাও ইউক্রেন সরকারের বিরুদ্ধে লড়ছে। সব পক্ষেই অনেক প্রাণহানি হয়েছে। হতাহতের সংখ্যা একেবারেই স্পষ্ট নয়। পূর্ব ইউক্রেনে সেনাবাহিনীর মুখপাত্র সেরি চেরেভাটি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১৬ বার হামলা চালিয়েছে রাশিয়া। ২৩টি অঞ্চলে সংঘর্ষ চলছে। সেরি বলেন, ‘‘যুদ্ধ চলাকালীন শত্রুদের ২২১ জন নিহত হয়েছেন। ৩১৪ জন জখম হয়েছেন।’’

বাখমুটের প্রাণহানি নিয়ে রাশিয়ার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে তারা আবার দাবি করেছে, ডনেৎস্ক সীমান্তে ২১০ জন ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে।

Advertisement

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি এ দিন জানিয়েছেন, বাখমুটে যুদ্ধ চালিয়ে যাওয়া হবে। তাঁর বক্তব্য, তাঁদের হামলায় রীতিমতো চাপে রাশিয়ার সেরা ইউনিট। অন্য দিকে মস্কোর দাবি, বাখমুটকে হস্তগত করা গেলে কিভের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঝাঁঝরা করে দেওয়া যাবে। ডনবাসের শিল্পতালুকের দিকেও রুশ বাহিনীর অগ্রগতি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement