ঢাকার সোনালি ব্যাঙ্কে মেঝে খুঁড়ে ডাকাতির চেষ্টা, গুলিতে মৃত ১

খুব সন্তর্পনে তিনতলার মেঝের প্রায় ৭০ ভাগ খুঁড়ে ফেলা হয়েছিল। ঠিক সেখানে, দোতলার যেখানে ব্যাঙ্কের ভল্ট রয়েছে। কিন্তু গোপন খবরে সব ভেস্তে গেল! গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ হাতেনাতে পাকড়াও করল ডাকাত দলকে। পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক ডাকাতের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০৮
Share:

খুব সন্তর্পনে তিনতলার মেঝের প্রায় ৭০ ভাগ খুঁড়ে ফেলা হয়েছিল। ঠিক সেখানে, দোতলার যেখানে ব্যাঙ্কের ভল্ট রয়েছে। কিন্তু গোপন খবরে সব ভেস্তে গেল! গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ হাতেনাতে পাকড়াও করল ডাকাত দলকে। পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক ডাকাতের। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম মাসুদ (৪০)। এক মহিলা –সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার ধামরাইয়ের ঘটনা।

Advertisement

ধামরাই থানার ওসি রিজাউল হক জানান, ধামরাইয়ের একটি বাড়ির তিন তলায় সোনালি ব্যাঙ্ক রয়েছে। যে বাড়িতে ওই ব্যাঙ্কটি রয়েছে মাস খানেক আগে তার তিনতলায় দলবল নিয়ে থাকতে শুরু করে মাসুদ। বাড়িটির দোতলায় ব্যাঙ্কটির ভল্ট রয়েছে। আর মাসুদদের উপরের তলা অর্থাৎ চার তলায় ব্যাঙ্কটি রয়েছে। রোজ রাতে একটু একটু করে ঘরের মেঝে খুঁড়ছিল তারা। সন্দেহ হওয়ায় আশেপাশের লোকেরা পুলিশের খবর দেন। তাদের ঘর থেকে মেঝে কাটার যন্ত্রপাতিও উদ্ধার করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement