২০১২ সালে এরিক সোয়ালওয়েলের সঙ্গে একটি অনুষ্ঠানে ফ্যাং। ছবি: ফেসবুক থেকে
চিনা চরের হানিট্র্যাপে পড়েছিলেন আমেরিকান কংগ্রেসের সদস্য-সহ একাধিক শীর্ষ স্তরের রাজনৈতিক নেতা। সম্প্রতি আমেরিকান গোয়েন্দা সংস্থার রিপোর্টে ফাঁস হয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এমনটাই দাবি করছে একাধিক সংবাদমাধ্যম।
গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে এক সন্দেহভাজন চিনা চর স্থানীয় এবং জাতীয় স্তরের একাধিক নেতার ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। ওই মহিলার নাম ফ্যাং ফ্যাং ওরফে ক্রিস্টিন ফ্যাং। ফ্যাং চিনের নিরাপত্তা মন্ত্রকের অধীনস্থ গুপ্তচর সংস্থার কর্মী বলে দৃঢ় বিশ্বাস আমেরিকার গোয়েন্দাদের।
দীর্ঘ দিন ধরে চলা তদন্তে জানা গিয়েছে, ব্যক্তিগত ক্যারিশ্মাকে ব্যবহার করে আমেরিকার একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় গড়ে তুলেছিল ফ্যাং। অন্তত দু’জন মেয়রের সঙ্গে তার যৌন সম্পর্কও হয়েছিল বলেও গোয়েন্দাদের অনুমান। তাঁদের দাবি, ওই চিনা গুপ্তচরের সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছিল আমেরিকান কংগ্রেসের সদস্য এরিক সোয়ালওয়েলের-ও। তবে গোয়েন্দাদের মত, এত কিছু করেও গোপন খবর সংগ্রহ করতে পারেনি ফ্যাং। কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ নেতার হানিট্র্যাপের শিকার হওয়াটাই ভাবিয়ে তুলেছে তাঁদের।
আরও পড়ুন: নেপাল নিয়ে উদ্বেগেই দিল্লি
আরও পড়ুন: মোদীকে পুরস্কার বিদায়ী ট্রাম্পের