Red Japanese grapes

কত লক্ষ টাকায় বিক্রি হল ‘রুবি রোম্যান’?

ইশিকায়া পারফেকচুয়াল গভর্মেন্ট এই বিশেষ ধরনের আঙুর তৈরি করে থাকে। রুবি রোম্যান আঙুরের এক একটির ওজন হয় প্রায় ২০ গ্রামের বেশি

Advertisement

সংবাদ সংস্থা

টোকিয়ো শেষ আপডেট: ১১ জুলাই ২০১৯ ১৬:৫১
Share:

প্রতীকী চিত্র

নাম ‘রুবি রোম্যান’। মিষ্টি রসে ভরা, মুখে দিলেও লাগবে না টক। মঙ্গলবার এই রুবি রোম্যান বিক্রি হয়েছে জাপানের বাজারে। সিজনের প্রথম বারেই তাঁর দাম উঠল ১২ মিলিয়ন ইয়েন। যা ভারতীয় মুদ্রায় সাড়ে সাত লক্ষ টাকা। গত বারো বছরে এটাই রুবি রোম্যান বা বিশেষভাবে তৈরি লাল আঙুরের সর্বোচ্চ দাম।

Advertisement

ইশিকায়া পারফেকচুয়াল গভর্মেন্ট এই বিশেষ ধরনের আঙুর তৈরি করে থাকে। রুবি রোম্যান আঙুরের এক একটির ওজন হয় প্রায় ২০ গ্রামের বেশি। এই আঙুরেরই একটি বাক্স বিক্রি হয়েছে ওই পরিমান দামে।

ইশিকায়া সংস্থার এক প্রতিনিধি জানিয়েছেন, তাপমাত্রা বাড়তে শুরু করলে এই আঙুরের গুনগত মান কমে যায়। সে জন্য জুলাইয়ে গরম বাড়ার আগেই প্যাকেটজাত করে ফেলা হয় রুবি রোম্যানকে। এ বছর সেপ্টেম্বরের মধ্যে প্রায় ২৬ হাজার প্যাকেট রপ্তানি করা হবে বলে আশাপ্রকাশ করেছেন ওই প্রতিনিধি।

Advertisement

আরও পড়ুন : ১৫টি জামা পরে কেন বিমানে চড়লেন এই ব্যক্তি?

আরও পড়ুন : আইআইটির প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন দেখে কী বললেন অস্ট্রেলিয়ার প্রফেসররা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement