খোলাখুলি খুনের কথা স্বীকার করে আবারও বিতর্কে জড়ালেন ফিলিপিন্সের প্রেসি়ডেন্ট রদরিগো দুতের্তে। সোমবার দেশের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৈঠক ছিল প্রেসিডেন্টের। কথায় কথায় উঠে আসে দুর্নীতি দমনের প্রসঙ্গ। দুতের্তে সাফ জানান, দেশকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনে আরও নির্মম হবে তাঁর প্রশাসন। মাদক বিরোধী অভিযানে সম্প্রতি দাভাও-এর মেয়র সহ একাধিক উচ্চপদস্থ কর্তাব্যক্তিকে খুনের অভিযোগ ওঠে দুতের্তের বিরুদ্ধে। রাখঢাক না রেখেই এ দিন যাবতীয় হত্যার দায় নেন দুতের্তে। মে মাসে ক্ষমতায় আসেন তিনি।