Donald Trump

‘ট্রাম্পকেই ভোট দিয়েছি’, আগাম ভোট দিয়ে বললেন ট্রাম্পই

ইতিমধ্যে আমেরিকার প্রায় সাড়ে ৫ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২০ ২১:৪২
Share:

ভোটকেন্দ্র থেকে বেরিয়ে আসার মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প।

আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ আমেরিকায়। তার আগে শনিবার ফ্লোরিডায় আগাম ভোট দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা সংক্রমণ এড়াতে বহু মার্কিন নাগরিকই আগাম ভোটে উৎসাহী। এ দিন সেই সারিতে রইলেন ট্রাম্পও। ভোট দিয়ে বেরিয়েই স্বভাবসিদ্ধ ভাবে সহাস্যে ট্রাম্প ঘোষণা করেছেন, ‘‘আমি যাঁকে ভোট দিলাম তিনি ট্রাম্প।’’

Advertisement

শুক্রবার হোয়াইট হাউসের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, ট্রাম্প ফ্লোরিডায় আগাম ভোট দেবেন। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে একটি পাঠাগারে ভোট দান কেন্দ্র তৈরি হয়েছিল। এ দিন সেখানেই ভোট দেন মার্কিন প্রেসিডেন্ট। এ দিন অবশ্য ভোট দেওয়ার সময় ট্রাম্পের মুখে মাস্ক দেখা গিয়েছে।

আমেরিকায় করোনা সংক্রমণ বা়ডছে। শুক্রবারই সেখানে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা প্রায় ৮৩ হাজার হয়ে যায়। এই পরিস্থিতিতে ভিড়ে সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় ৩ নভেম্বর ভোটের দিন এড়াচ্ছেন বহু মার্কিন নাগরিকই। ইতিমধ্যে আমেরিকার প্রায় সাড়ে ৫ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: রেমডেসিভিয়ারকে পুরোদস্তুর ছাড়পত্র দিল আমেরিকা

আরও পড়ুন: হাজার হাজার কোটির সম্পত্তি! এই সব খুদের ব্যাঙ্ক ব্যালান্স আপনার চোখ কপালে তুলতে বাধ্য

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement