পোপ ফ্রান্সিস।
ইউক্রেনে ফের জমি হারাল রাশিয়া। রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি ঘোষণা করেছেন, ডনেৎস্ক এলাকার লিম্যান শহর পুরোপুরি রাশিয়ার দখলমুক্ত করেছে কিভের বাহিনী। লিম্যান শহরের প্রবেশপথে নীল-হলুদ রঙের ইউক্রেনের জাতীয় পতাকা হাতে দুই সেনার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে একই সঙ্গে পরমাণু যুদ্ধের আশঙ্কাও ঘনীভূত হচ্ছে। আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থামানোর আর্জি জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
লিম্যান শহরটির দখল দু’পক্ষের জন্যই সমান গুরুত্বপূর্ণ। পূর্ব ইউক্রেনে এটি রুশদের লজিস্টিক হাব। অন্য দিকে, ইউক্রেনের হাতে লিম্যান যাওয়ার অর্থ হল তারা ডনেৎস্ক আর লুহানস্কের ভিতর ঢুকতে পারবে। আজ প্রথমে জ়েলেনস্কি লিম্যান দখলের কথা ঘোষণা করেন। পরে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিষয়টি মেনে নেওয়া হয়। তবে ডনেৎস্কের রুশপন্থী চেচেন জঙ্গিগোষ্ঠীর নেতা রমজ়ান কাদিরভ জানান, তাঁরা কিছুতেই বিষয়টি মেনে নিতে পারছেন না।
অন্য দিকে, আজ রুশ প্রেসিডেন্টের উদ্দেশে যুদ্ধ থামানোর বার্তা দিয়েছেন পোপ ফ্রান্সিস। পুতিনের উদ্দেশে তাঁর বার্তা, ‘সন্ত্রাস আর মৃত্যুর এই মিছিল বন্ধ হোক। তা না হলে আগামী দিনে পরমাণু যুদ্ধের আশঙ্কা আরও বাড়বে। বিশ্ব জুড়ে যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়বে।’’