Britain

এটিএম থেকে বেরোচ্ছে দ্বিগুণ অর্থ! তোলার হিড়িক জনতার, ভিড় সামলাতে পুলিশের লাঠি

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে উৎসুক জনতাকে সরে যেতে বলে। কিন্তু তাতে কাজ না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২২ ২৩:৩৮
Share:

অভিনব ঘটনা ঘটেছে ব্রিটেনের ডান্ডিতে। ছবি: রয়টার্স।

গ্রাহক যে পরিমাণ অর্থ তোলার জন্য লিখছেন, এটিএম থেকে বেরোচ্ছে তার কয়েক গুণ! এমনই অভিনব ঘটনা ঘটেছে ব্রিটেনের ডান্ডিতে।

Advertisement

আর এমন ‘আলিবাবার’ এটিএমের কথা জানাজানি হতেই রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় টাকা তোলার জন্য। শেষ পর্যন্ত পুলিশ ডেকে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।

পুলিশ সূত্রের খবর, বুধবার বিকেলে চার্লসটন ড্রাইভের এটিএমের চারপাশে হঠাৎই ভিড় জমে যায়। স্থানীয় এক ব্যক্তি প্রথমে লক্ষ্য করে এটিএম থেকে পাউণ্ড তুলতে গেলে বেরিয়ে আসছে লেখা পরিমাণের দ্বিগুণ। এর পরেই জড়ো হয় জনতা।

Advertisement

পরিস্থিতি সামলে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে উৎসুক জনতাকে সরে যেতে বলে। কিন্তু তাতে কাজ না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement