অসামরিক ক্ষেত্রে পরমাণু শক্তি ব্যবহারে ব্রিটেনের সঙ্গে চুক্তি ভারতের

ব্রিটেনের সঙ্গে অসামরিক ক্ষেত্রে পারমাণবিক শক্তি ব্যবহারের চুক্তি হল ভারতের। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রেও কয়েকটি চুক্তি হওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রীর তিন দিনের সফরে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৫ ১৬:৫৪
Share:

হিথরো বিমানবন্দের নামার পর। বৃহস্পতিবার।

ব্রিটেনের সঙ্গে অসামরিক ক্ষেত্রে পারমাণবিক শক্তি ব্যবহারের চুক্তি হল ভারতের। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রেও কয়েকটি চুক্তি হওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রীর তিন দিনের সফরে।

Advertisement

১০ ডাউনিং স্ট্রিটে এ দিন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ‘‘বাণিজ্যের ক্ষেত্রে ব্রিটেনই ভারতের এক নম্বর সহযোগী হতে চলেছে।’’

দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ আর প্রতিরক্ষা সামগ্রী কেনার লক্ষ্য নিয়ে আজ দুপুরেই ব্রিটেনে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দিনের সফরে। হিথরো বিমান বন্দরে তাঁকে অভ্যর্থনা জানান ভারতে ব্রিটিশ হাই কমিশনার জেমস বেভেন ও ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হুগো সোয়্যার। তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়।

Advertisement

এই সংক্রান্ত আরও খবর পড়ুন
মোদীর ওপর চাপ বাড়িয়ে ক্যামেরনকে চিঠি লেখকদের


ব্রিটেনে মোদী

বিদেশ মন্ত্রক সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদীর এই সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত কয়েকশো কোটি ডলারের চুক্তি হবে। ব্রিটেনের কাছ থেকে সেনাবাহিনীর জন্য আরও কুড়িটি হক ট্রেনার এয়ারক্র্যাফ্ট কিনতে আগ্রহী ভারত। ওই বিষয়টি নিয়েও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মোদী।

তিন দিনের সফরে ব্রিটেনের রানি ও সে দেশের প্রথম সারির শিল্পপতিদের সঙ্গে দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী। আগামী কাল বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রানি মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছেন মোদীকে।

তার পর মোদী যাবেন ওয়েম্বলিতে। সেখানে ব্রিটেনে বসবাসকারী ভারতীয়দের একটি জনসভায় তিনি ভাষণ দেবেন। ৬০ হাজার দর্শকাসনের ওয়েম্বলিতে মোদীকে অনাবাসী ভারতীয়দের তরফে যে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে, তাতে হাজির থাকবেন প্রায় ৬০০ শিল্পী। সেই অনুষ্ঠান হবে অনেকটা অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মতো। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ‘‘ভাবতে শুরু করেছি, আমি কেন আমার শহরেই ৬০ হাজার মানুষকে আমাকে দেখার জন্য জড়ো করতে পারি না!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement