Plane Crash

Plane Crash: ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভেঙে পড়ল বিমান, অবিশ্বাস্য ভাবে বাঁচলেন পাইলট ও যাত্রী!

২০১৮ সালে প্রশান্ত মহাসাগরের বুকে একই ভাবে ভেঙে পড়েছিল পাপুয়া নিউ গিনির একটি বিমান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২১ ১৫:০৭
Share:

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ভেঙে পড়ল যাত্রিবাহী একটি ছোট বিমান

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ভেঙে পড়ল যাত্রিবাহী একটি ছোট বিমান। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ওই বিমানে পাইলট ছাড়া ছিলেন মাত্র এক জন যাত্রী। অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমান সমুদ্রে ভেঙে পড়ার আগেই তাঁরা দু’জন জলে ঝাঁপ দিয়ে সাঁতরে প্রাণে বাঁচেন।

তীব্র গরম থেকে রেহাই পেতে পারথ শহরের সমুদ্র সৈকতে তখন স্নানে মত্ত ছিলেন স্থানীয়রা। সেই সময় তাঁদের চোখে ধরা পড়ে বিমান ভেঙে পড়ার ওই দৃশ্য। শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টে নাগাদ ওই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যমে পুলিশ জানিয়েছে, ইঞ্জিন বিকল হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সমুদ্র সৈকত থেকে মাত্র ২০ মিটার দূরে ঘটনাটি ঘটায় সহজেই সাঁতরে পাড়ে পৌঁছতে পেরেছেন বিমানের পাইলট ও ওই যাত্রী।

Advertisement

২০১৮ সালে প্রশান্ত মহাসাগরের বুকে একই ভাবে ভেঙে পড়েছিল পাপুয়া নিউ গিনির একটি বিমান। সে বারও বরাতজোরে প্রাণে বেঁচেছিলেন ৪৭ জন যাত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement