ককপিটে ঘুমোচ্ছেন পাইলট। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
প্যাসেঞ্জার নিয়ে মাঝ আকাশে উড়ে যাচ্ছে বিমান। আর বিমানের ককপিটে বসে ঘুমাচ্ছেন বিমানচালক। আর বিমানের ককপিটে বসে থাকা সহ-বিমানচালক বিমানচালকের ঘুমানোর ভিডিয়ো তুলছেন! তবুও তাঁকে সজাগ করছেন না। সম্প্রতি এমনই এক দায়িত্ব জ্ঞানহীন আচরণের সাক্ষী থাকল চায়না এয়ারলাইন্সের বোয়িং ৭৪৭ বিমান।
বিমান চালাতে চালাতে ঘুমিয়ে যাওয়া ওই বিমানচালকের নাম রেঙ জিয়াকি। তিনি চায়না এয়ারলাইন্সের এক জন সিনিয়র বিমানচালক। গত ২০ বছর ধরে ওই এয়ারলাইন্সের হয়ে বিমান চালাচ্ছেন তিনি।
তবে এই তাইওয়ানের একটি টিভি চ্যানেলের সৌজন্যে ভিডিয়োটি সামনে আসতেই হইচই পড়ে যায় এয়ারলাইন্স কর্তৃপক্ষের মধ্যে। তড়িঘড়ি ওই বিমানচালক ও সহ বিমানচালককে ডেকে পাঠিয়ে গোটা ঘটনার জবাবদিহি চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই দীর্ঘসময় ধরে কাজ ও বিমানচালকদের স্বাস্থ্যের সমস্যা নিয়ে ৭ দিনের ধর্মঘট ডেকেছিলেন বিমানচালকরা। সেই ধর্মঘট শেষ হওয়ার পরই সামনে এসেছে এই ভিডিয়োটি। তবে ঠিক কবে এই ভিডিয়োটি তোলা হয়েছে সে ব্যাপারে এখনও অবধি কোনও রকম তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: কতটা শক্তিশালী আপনি? সিংহকে টাগ অব ওয়ারে হারাতে পারবেন?