অন্য রকম রামধনু। ছবি: ফেসবুক থেকে নেওয়া।
ধনুকের মতো বাঁকা হবে রামধনু, সবাই এমনটাই দেখতে অভস্ত। কিন্তু কখনও জল বা ভূমির সমান্তরাল কোনও রামধনু দেখেছেন? এমনই এক রামধনুর দেখা মিলল ইংল্যান্ডের এক সৈকত শহরে। সেই ছবিই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ইংল্যান্ডের সৈকত শহর ডেভনের টোর্কিতে এমন রামধনু দেখা গিয়েছে। ক্যামেরাবন্দি হওয়া সেই দৃশ্যে দেখা যাচ্ছে, সমুদ্রের উপর সমান্তরাল ভাবে রঙের কয়েকটি স্তর তৈরি করেছে। ‘টোরবে ইন পিকচার্স’ নামে এক ফেসবুক পেজে দু'টি ছবি পোস্ট হয়েছে। সেখনেই দেখা যাচ্ছে, একটি ইয়টের পিছনে রামধুনর মতো রঙের সমারোহ। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, তিনি সকালে পোষ্য কুকুরকে নিয়ে বেড়াতে বেরিয়ে এই দৃশ্য দেখেন।
কিন্তু অনেক নেটাগরিকই ভাবতে শুরু করেছেন, এটি একটি ফেক ছবি। রামধনু এ্মন সমান্তরাল ভাবে তৈরি হতে পারে না। কিন্তু আবহবিদরা জানিয়েছেন, এটি সম্ভব। যখন প্রচণ্ড হাওয়ার ফলে জল থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উঠতে থাকে, তখন কখনও কখনও এই ঘটনা ঘটে। প্রচণ্ড ঝড়বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে গেলেও এমনটা হয়।
আরও পড়ুন: প্রতিবেশীদের জন্য পাঁচিলে লেখা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড
আরও পড়ুন: রাজাকে হারানোর শোক সুনামি হয়ে আছড়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়
আর স্বাভাবিক ভাবেই, সত্যি বা মিথ্যা– দু’রকম ভাবনা থেকেই পোস্টটি প্রচুর শেয়ার হয়েছে, তাই ভাইরাল হতে সময় নেয়নি।
দেখুন সেই পোস্ট:
তবে এমন ঘটনা এই প্রথম নয়, ২০১৭ সালের মার্চে ব্রিস্টলে এবং ২০১৩ সালে প্যারিসে প্রচণ্ড বৃষ্টির পর এমন রামধনু দেখা গিয়েছিল বলে জানা যায়।